Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » স্ত্রীর খোলা পিঠের ছবি দিয়ে আয়ুষ্মান কী বার্তা দিচ্ছেন?




বলিউডের বহুমুখী প্রতিভাবান অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ এক সময় ক্যানসারের মতো কঠিন রোগের সঙ্গে লড়াই করেছেন। শুরু থেকেই আয়ুষ্মান জানিয়েছিলেন যে, তাহিরার সঙ্গে এই লড়াইয়ে পাশে থেকেছেন তিনি। আয়ুষ্মান খুরানা ও তার স্ত্রী তাহিরা কাশ্যপ। ছবি: সংগৃহীত এদিকে রোববার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যানসার দিবসে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা তার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন ছবির মেয়েটি তার স্ত্রী তাহিরা কাশ্যপ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। একটি ছবিতে স্ত্রী তাহিরা কাশ্যপের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন অভিনেতা। অন্য ছবিতে পিঠখোলা অবস্থায় ফ্রেমবন্দি হয়েছেন তাহিরা। সেখানে দেখা যায়, ন্যাড়া মাথা, চোখে চশমা। পরনে প্যান্ট। বস্ত্রহীন উর্ধাঙ্গ। ক্যামেরার দিকে খোলা পিঠ। ডান পাশে অস্ত্রোপচারের সেলাই স্পষ্ট। বামে আয়ুষ্মানের পোস্ট করা ইনস্টাগ্রামের ছবি। আরও পড়ুন: ছেলের ক্যানসার জয়ে গর্বিত ইমরান হাশমি তাহিরার মন জয় করার ছোট গল্প শুনিয়ে আয়ুষ্মান লেখেন, ‘পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ১৪ নম্বর কুঁড়েঘরে চা-সিঙারা খাইয়েই প্রেমে ফেলেছিলাম।’ আয়ুষ্মান খুরানার ছোটবেলার বন্ধু তাহিরা কাশ্যপ। সেই বন্ধুত্ব অটুট রেখে ২০০৮ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ দম্পতির এক ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে। আরও পড়ুন: ক্যানসারজয়ী খুদে ভক্তের জন্য কী করলেন সালমান খান? ২০১৮ সালের শেষের দিকে তাহিরা জানান, তার ডান স্তনে ক্যানসারের কোষ পাওয়া গেছে। যদিও তা ক্যানসারের প্রাথমিক পর্যায়ে ছিল। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেন তাহিরা। ক্যানসারের চিকিৎসার কারণে মাথার চুল পড়ে গিয়েছিল তাহিরার। তাকে একসময় ন্যাড়া পর্যন্ত হতে হয়েছিল। এখন ছোট-ছোট করে চুল ছাঁটা তার। তাই তাহিরার জীবনের এই কঠিন পর্যায় ছবির মাধ্যমে তুলে ধরেছেন অভিনেতা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply