ইমরান খান প্রধানমন্ত্রী হবে, কেউ ঠেকাতে পারবে না’
পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে এখন নানা আলোচনা। তবে এর মধ্যেই এ বিষয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধান প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একজন নেতা।
লতিফ খোসা নামে পিটিআই’র এক নেতা এবং পাঞ্জাবের সাবেক গভর্নর সাম্প্রতিক নির্বাচনের ফলাফল সম্পর্কে বলেছেন, এই ফল ‘ফর্ম ৪৫’ জারি করা পর্যন্ত সঠিক ছিল। তার মতে, ‘স্বতন্ত্র’ হিসেবে চিহ্নিত করা হলেও পিটিআই-সমর্থিত প্রার্থীরা দলের বৈধ সদস্য, যারা আইন ও সংবিধানের সীমার মধ্যে কাজ করেন। খবর ডনের।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা লতিফ বলেন,
ফর্ম ৪৫ অনুযায়ী, আমাদের ১৭০ জন প্রার্থী বিজয়ী হচ্ছে। তারা স্বতন্ত্র নয়, কারণ পিটিআই একটি আইনি ও সাংবিধানিক দল হিসেবে বিদ্যমান। আমাদের স্বতন্ত্র বলা ভুল এবং অবৈধ।
সংরক্ষিত আসনের সম্ভাব্য সংযোজনের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, জাতীয় পরিষদে পিটিআই-এর আসন সংখ্যা ২০০ ছাড়িয়ে যাবে। সংখ্যাগরিষ্ঠ শাসনের নীতির প্রতি জোর দিয়ে লতিফ বলেন, ‘নির্বাচনে আবির্ভূত বৃহত্তম রাজনৈতিক দলকে সরকার গঠনের অধিকার দেয়া হয়।’
আরও পড়ুন: নিউইয়র্ক টাইমসের নিবন্ধ /খেলা দেখালেন ইমরান, কোন পথে পাকিস্তান!
সংবাদ সম্মেলনে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির মধ্যে ক্ষমতা ভাগাভাগি করার ধারণাটিকে গণতান্ত্রিক নীতির বিরোধী বলে সমালোচনা করেছেন এই পিটিআই নেতা। তিনি প্রশ্ন রাখেন, ‘গণতন্ত্র নিয়ে কী তামাশা করা হচ্ছে?’
পিটিআই নেতা ইমরান খানকে বাদ দিয়ে সংসদ কার্যকরভাবে কাজ করতে পারবে না বলে মন্তব্য করেন লতিফ। ইমরানকে পাশ কাটিয়ে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি জোর দিয়ে বলেন, ‘ইমরান খানকে ছাড়া কোনো সরকার গঠন করা যাবে না।’
আরও পড়ুন: ক্ষমতাধরদের বিরুদ্ধে যাওয়ার সাহসেই কি আস্থার আসনে ইমরান?
তিনি পিটিআই-এর নির্বাচনী শক্তিকে অবমূল্যায়ন করার বিরুদ্ধে সতর্ক করে বলেন, বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে পিটিআই প্রধানমন্ত্রীর পদের ন্যায্য দাবিদার। লতিফ আরও বলেন,
Tag: English News politics world
No comments: