Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা




ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সিরিজ হামলার পর পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। তীব্র নিন্দা জানিয়ে একে মার্কিন প্রশাসনের কৌশলগত ভুল বলে আখ্যা দিয়েছে ইরান। অন্যদিকে, যুক্তরাজ্য, পোল্যান্ড পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্রের। এই অবস্থায় আগে থেকেই উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মার্কিন বিমান হামলাকে উভয় দেশের ‘সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন’ বলে উল্লেখ করা হয়েছে। ছবি: সংগৃহীত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগেই সব পক্ষকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। শুক্রবার (ফেব্রুয়ারি) সিরিয়া ও ইরাকে সিরিজ হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে বেসামরিক নাগরিকসহ হতাহত হন অন্তত ৪০ জন। জর্ডানে মার্কিন সেনাদের হত্যার একটি হামলার প্রতিশোধ হিসেবে দেশ দুটিতে ইরান সমর্থিত সামরিক স্থাপনায় সিরিজ হামলা চালানো হয়। সিরিয়া ও ইরানে মার্কিন সামরিক বাহিনীর এ হামলার পর থেকেই এর পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এরইমধ্যে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। এটিকে বাইডেন প্রশাসনের কৌশলগত আরেক ভুল বলেও আখ্যা দিয়েছে তেহরান। আরও পড়ুন: ইরানের লক্ষ্যবস্তুতে হামলা নিয়ে কী বলছেন বাইডেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মার্কিন বিমান হামলাকে উভয় দেশের ‘সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন’ বলে উল্লেখ করা হয়েছে। হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। একে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে গোষ্ঠীটি। তবে, ইরাক ও সিরিয়ায় হামলার বিষয়ে বাইডেন প্রশাসনের পক্ষ নিয়েছে যুক্তরাজ্য ও পোল্যান্ড। এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও ব্রিটেন সবময়ই যুক্তরাষ্ট্রের পক্ষে রয়েছে বলে মন্তব্য করেন ব্রিটিশ সরকারের এক মুখপাত্র। এদিকে গেল কয়েক মাস ধরেই ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো আগুন নিয়ে খেলেছে বলে মন্তব্য করেছেন পোলিশ পররাষ্ট্রমন্ত্রী। আরও পড়ুন: ইরানের ওপর প্রতিশোধ নিতে সিরিজ হামলা চালাল যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। তিনি বলেন, এটি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আগেই সব পক্ষকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন জোসেফ বোরেল। মার্কিন বোমা হামলার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। বলছেন এ হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আসলে কি চায় তা স্পষ্ট নয়। বিশ্লেষকদের অনেকে বলছেন, এ হামলা এরইমধ্যে গাজায় ইসরাইলি আগ্রাসনকে কেন্দ্র উত্তেজনা ছড়িয়ে পড়া মধ্যপ্রাচ্যকে আরও অস্থির করে তুলবে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে উত্তপ্ত বয়লারের সঙ্গে তুলনাও করে কেউ কেউ বলছেন, যেকোনো সময় এর বিস্ফোরণ ঘটতে পারে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply