গাজায় পরিবারবিচ্ছিন্ন ১৭ হাজার শিশু
প্রায় চার মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। তাদের এই বর্বরতার কারণে উপত্যকাটির প্রায় ১৭ হাজার শিশু পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় সাড়ে ১১ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। ছবি: সংগৃহীত
শুক্রবার (২ ফেব্রুয়ারি) জাতিসংঘের ফিলিস্তিনি অঞ্চলের প্রধান যোগাযোগ কর্মকর্তা জোনাথান ক্রিকসের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জোনাথান ক্রিকস বলেন, গত চার মাসের যুদ্ধে গাজার প্রায় ১৭ হাজার শিশু তাদের পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার মানে তারা তাদের পরিবারের সদস্যদের খুঁজে পাচ্ছে না অথবা তাদের পরিবারের সব সদস্য নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, গাজার শিশুদের মানসিক সমস্যার লক্ষণ-ক্রমাগত উদ্বিগ্নতা, ক্ষুধামন্দা দেখা দিয়েছে। তারা ঘুমাতে পারে না। তারা আবেগ তাড়িত হয়ে পড়ে অথবা যখনই বোমা হামলা হয় তখন তাদের মধ্যে ভীতির সৃষ্টি হয়।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় সাড়ে ১১ হাজারের বেশি শিশু নিহত হয়েছে।
আরও পড়ুন: গাজায় গণকবরে চোখ বাঁধা ৩০ মরদেহ, তদন্তের আহ্বান
অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে উপত্যকাটিতে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়ে যাওয়ার খবর বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।
এতে বলা হয়, বৃহস্পতিবার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ১১৮ ফিলিস্তিনি নিহত ও ১৯০ জন আহত হন। হতাহতের এ ঘটনার মধ্য দিয়ে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ১৯ জনে। আর গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত আহত হয়েছেন ৬৬ হাজার ১৩৯ জন।
তবে এমন পরিস্থিতিতেও দক্ষিণাঞ্চলে হামলা জোরদারের ঘোষণা দিয়েছে ইসরাইল। প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত জানান, লাখো মানুষের শেষ আশ্রয় সীমান্তবর্তী রাফা এবার তাদের স্থল অভিযানের পরবর্তী টার্গেট। যা আরও বিপুল প্রাণহানি ঘটাবে বলে আশঙ্কা বিশ্লেষকদের।
আরও পড়ুন: চার মাসে ২৭ হাজার ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
প্রাণহানি এড়াতে আবারও যুদ্ধবিরতির ইস্যুতে কাজ করছে কাতার। তাদের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস। মধ্যস্থতাকারী কাতার জানায়, জিম্মি মুক্তির বিনিময়ে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রসঙ্গে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। ফলে শিগগিরই সাময়িক সংঘাত বন্ধের প্রত্যাশা মধ্যস্থতাকারীদের।
Tag: English News politics world
No comments: