ভারতীয় দূতাবাসে কর্মরত ছিলেন পাকিস্তানের গুপ্তচর!
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ার ভারতীয় দূতাবাসের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
অভিযুক্ত সতেন্দ্র সিওয়াল। ছবি: সংগৃহীত
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের উত্তর প্রদেশের মিরুট থেকে তাকে গ্রেফতার করেছে রাজ্যের এন্টি-টেররিজম স্কোয়াড (এটিএস)।
জানা গেছে, গ্রেফতার ওই ব্যক্তির নাম সতেন্দ্র সিওয়াল। তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাল্টি টাস্কিং স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, মার্কিন নৌ কর্মকর্তার কারাদণ্ড
এটিএস জানিয়েছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতের সেনাবাহিনী সংশ্লিষ্ট তথ্য পেতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কর্মীকে প্রলুব্ধ করছিল। আর সতেন্দ্র ছিল এই গুপ্তচরবৃত্তি নেটওয়ার্কের মূল ব্যক্তি। তিনি তার পদবি কাজে লাগিয়ে গোপনীয় নথিপত্র বের করছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযুক্ত ব্যক্তি অর্থের লোভে উদ্বুদ্ধ হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় সামরিক স্থাপনাগুলোর কিছু তথ্য আইএসআই’র কাছে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: মোসাদের ৩৪ গুপ্তচরকে আটক করল তুরস্ক
এটিএস বলছে, অভিযোগ পাওয়ার পর সতেন্দ্রকে তারা জিজ্ঞাসাবাদ করে। তবে এ সময় তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। ২০২১ সাল থেকেই মস্কোর ভারতীয় দূতাবাসে কাজ করছেন সতেন্দ্র সিওয়াল।
No comments: