Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বিপিএলে তাণ্ডবের অপেক্ষায় জশ ব্রাউন




বিপিএলে তাণ্ডবের অপেক্ষায় জশ ব্রাউন অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছেন জশ ব্রাউন। টুর্নামেন্টটির চ্যালেঞ্জার্স পর্বে ১০টি চার ও ১২টি ছক্কার সাহায্যে ৫৭ বলে ১৪০ রান করেছিলেন তিনি। যেখানে স্ট্রাইকরেট ছিল ২৪৫ এর ওপরে। এবার সেই জশ ব্রাউন এসেছেন বিপিএল মাতাতে, যোগ দিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে। বুধবার (৩১ জানুয়ারি) বিভিন্ন বিষয় নিয়ে তিনি সময় টিভিকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন। পাঠকের জন্য সেই সাক্ষাৎকার তুলে ধরা হলো।

প্রশ্ন: বিপিএলে আসতে পেরে কেমন লাগছে? জশ ব্রাউন: আমি এখন পর্যন্ত এই টুর্নামেন্টকে দেখছি, উপভোগ করার চেষ্টা করছি। আর দলের সঙ্গে যোগ দিয়ে দেখলাম, সকলেই খুব ভালো মানুষ। তাই এখান থেকে সুন্দর কিছু আশা করা যায়। আরও পড়ুন: আগ্রহের অভাবেই বাংলাদেশে লেগ-স্পিনারের আকাল প্রশ্ন: বিগ ব্যাশে আপনার সাফল্য দেখেছেন ক্রিকেট ভক্তরা। টুর্নামেন্টটিতে সফলতার পেছনের গল্পটা কী? জশ ব্রাউন: আমি কয়েক সপ্তাহ ধরে দারুণভাবে উদযাপন করেছিলাম। মূলত, ওই টুর্নামেন্টের চ্যালেঞ্জার্স পর্বে করা বড় স্কোর অনেক সাহায্য করেছিল ফাইনালে যেতে। এরপরে কোচ আমার সঙ্গে কথা বলে শিরোপা জয়ের বিষয়ে বিশ্বাস রাখতে বলেছিলেন। তিনি বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আমার সঙ্গে কথা বলেছেন। আমাকে ফাইনালে ম্যাচের ওপরে মনোযোগ দিতে বলেছেন। আমি সেগুলোই করার চেষ্টা করেছি এবং সফল হয়েছি। আর আমরা শিরোপা জেতার আগ পর্যন্ত ক্ষুধার্ত ছিলাম। Josh Brown hit 12 sixes in his 57-ball 140, Adelaide Strikers vs Brisbane Heat, BBL Challenger, Carrara, January 22, 2024 বিগ ব্যাশের মতো বিপিএলেও ভক্তরা দানবীয় ইনিংস দেখার জন্য মুখিয়ে আছেন। ছবি: ক্রিকইনফো প্রশ্ন: বিগ ব্যাশের জন্য প্রস্তুতিটা কীভাবে নিয়েছিলেন? জশ ব্রাউন: ফাইনালের আগে ব্রিসবেন থেকে সরাসরি সিডনিতে যেতে হয়েছিল। এরপরে আমরা একটি সুন্দর আরামদায়ক দিন কাটিয়েছি, বিশ্রাম নিয়েছি। আর খেলার আগে মাত্র কয়েকটি থ্রোডাউন করে মাঠে নেমেছি। প্রশ্ন: মার্নাস লাবুশেন, উসমান খাজা- তারা কীভাবে নিজেদের প্রতিটি ম্যাচের জন্য প্রস্তুত করে? জশ ব্রাউন: সেরা হতে গেলে কী করতে হবে সেটি সকলেই জানে। তারা প্রচুর পরিশ্রম করে। আর মাঠে নামার ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা আগে তারা নেটে অনুশীলন করে নেয়। তাছাড়া প্রত্যেকেই ব্যক্তিগতভাবে মাঠে নামার জন্য প্রস্তুতি নেন। যারা আরাম করতে পছন্দ করে তাদের জন্য এ কাজ সম্ভব নয়। No description available. জশ ব্রাউনও প্রস্তুত বিপিএল মাতাতে। ছবি: ক্রিকইনফো প্রশ্ন: উসমান খাজাকে আমরা দেখেছি ফিলিস্তিনিদের সমর্থনের জন্য বিশেষ জুতা পরতে। কেমন ছিল তার সেই কার্যক্রম, আপনার কী কথা হয়েছে এ বিষয়ে? জশ ব্রাউন: না, আমি তার সাথে কথা বলার সুযোগ পাইনি। তিনি সে সময়ে টেস্ট দলের সঙ্গে ছিলেন। ফলে তার সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। প্রশ্ন: টি-টোয়েন্টিতে যারা ভালো করতে চায়, তাদের জন্য আপনি কী পরামর্শ দেন? জশ ব্রাউন: আমি একটি কথাই বলবো, যতটা সম্ভব শান্ত থেকে আপনার মাথা দিয়ে চিন্তা করবেন এবং বলে আঘাত করবেন। প্রশ্ন: আপনি কী ধরণের খাবার পছন্দ করেন? জশ ব্রাউন: আমার খাদ্যাভ্যাস ভালো। আমি উপমহাদেশীয় খাবার পছন্দ করি। এখানকার খাবারের সঙ্গে মানিয়ে নিতে পারি। আমি আমার ক্যারিয়ারের মতোই খাবারকে পছন্দ করি। আমি সাধারণত চেষ্টা করি শুধু মুরগির মাংস খেতে। মুরগির তরকারি এবং ভাত খাই। সেটিই আমাকে শক্তিশালী করে তোলে। প্রশ্ন: বিপিএলে সেঞ্চুরি করতে চান? কতগুলো ছক্কা হাঁকাতে চান এই টুর্নামেন্টে? জশ ব্রাউন: অবশ্যই। আমি আরও একটি টি-টোয়েন্টি সেঞ্চুরির জন্য মুখিয়ে আছি। আর এক ইনিংসে দশটার বেশি ছক্কা মারতে চাই। No description available. সিলেটে টিম হোটেলে বসে সময় টিভিকে সাক্ষাৎকার দেন জশ ব্রাউন। ছবি: সময় সংবাদ প্রশ্ন: ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে, কেমন লেগেছে? জশ ব্রাউন: আমি সেই ম্যাচ দেখেছি। ভারতের বিপক্ষের সেই লড়াই দুর্দান্ত ছিল। ম্যাচটিতে সমস্ত জনতা ভারতকে সমর্থন করছিল। তাদের বিপক্ষে চমৎকার খেলেছে অস্ট্রেলিয়া। প্রশ্ন: বিপিএল হলো, আইপিএলে খেলতে চান? জশ ব্রাউন: অবশ্যই খেলতে চাই। তবে সে বিষয়ে আমার ম্যানেজার আমাকে কিছু বলেননি। আপাতত আমি বিপিএলে নজর দিয়েছি। সুযোগ আসলে আইপিএলেও খেলতে চাই। আরও পড়ুন: বাংলাদেশ বিশ্বকাপ জিতলে অবাক হবেন না ক্যাম্ফার প্রশ্ন: অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলার বিষয়ে আপনার ভাবনা কী? জশ ব্রাউন: হ্যাঁ অবশ্যই। প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। আমারও স্বপ্ন রয়েছে। আমি সেজন্য প্রস্তুত থাকি। তবে তার আগে আমাকে যোগ্য হিসেবে প্রমাণ করতে হবে। আমি প্রস্তুতি নিতে থাকবো। আশা করি, এক সময়ে জাতীয় দলের হয়ে খেলতে পারবো।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply