ধর্ষণের মামলায় ৮৩ মিলিয়ন ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ ট্রাম্পকে
ধর্ষণ ও মানহানির মামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৮৩ দশমিক ৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন নিউইয়র্কের একটি ফেডারেল আদালত। ভুক্তভোগী নারী এলিজাবেথ জেন ক্যারলকে ক্ষতিপূরণের এই অর্থ দিতে হবে।
শনিবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, শুক্রবার (২৬ জানুয়ারি) নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতের নয় সদস্যের প্যানেল ট্রাম্পকে এই নির্দেশ দেন।
আদালত জানিয়েছে, ভুক্তভোগী এলিজাবেথ জিন ক্যারলকে শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ৬৫ মিলিয়ন ডলার দিতে হবে ট্রাম্পকে। আর সুনাম ক্ষুণ্ন হওয়ায় ক্যারল ১১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবেন। মানসিক ক্ষতিসাধনের জন্য ক্যারল পাবেন বাকি ৭ দশমিক ৩ মিলিয়ন ডলার।
আরও পড়ুন: যৌন নির্যাতন মামলায় অস্বস্তিতে ট্রাম্প
এলিজাবেথ জেন ক্যারল সাবেক সাংবাদিক-কলাম লেখক। বয়স ৮০ বছর। গত বছর ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেন ক্যারল। একইসঙ্গে ম্যানহাটনের ফেডারেল আদালতে মামলা করেন তিনি।
ক্যারলের অভিযোগ, ১৯৯০ সালে ম্যানহাটনের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিংরুমে ট্রাম্প তাকে ধর্ষণ করেছিলেন। ওই সময় তিনি একজন বন্ধুর জন্য উপহার কিনতে সেখানে গিয়েছিলেন। পূর্বপরিচিত ট্রাম্প তাকে উপহার পছন্দ করে দিতে সহায়তা করছিলেন। এর পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে মানহানির অভিযোগও করেন ক্যারল।
আরও পড়ুন: ট্রাম্পের সাবেক উপদেষ্টার ৪ মাসের কারাদণ্ড
তবে ক্যারলের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। তার মতে, নিজের প্রচারণার জন্য এমন ‘কল্পকাহিনি’ বলছেন ক্যারল। এ বিষয়ে তিনি আপিল করার পরিকল্পনাও করছেন
Tag: English News politics world
No comments: