যে কারণে মডার্ন ফ্যামিলির সোফিয়ার বিবাহবিচ্ছেদ
গেল বছরের জুলাই মাসে বিবাহবিচ্ছেদ হয় জনপ্রিয় অভিনেত্রী সোফিয়া ভার্গারা এবং জো ম্যাঙ্গানিলোর। সম্প্রতি স্প্যানিশ সংবাদপত্র এল পাইসে এক সাক্ষাৎকারে নিজের বিচ্ছেদের বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
জনপ্রিয় অভিনেত্রী সোফিয়া ভার্গারা। ছবি: সংগৃহীত
তিনি বলেন, কিছুদিন আগেই আমার দ্বিতীয় স্বামী জো’য়ের সাথে বিবাহবিচ্ছেদ হয়েছে।
কেন এ দম্পতির সংসার ভাঙে?
বিয়ে ভেঙে যাওয়ার বিষয়ে সোফিয়া বলেন, ‘আমার স্বামীর বয়স কম ছিল, তিনি সন্তান নিতে চেয়েছিলেন। তবে আমি বুড়ো বয়সে মা হতে চাইনি। আমি মনে করি, এটা শিশুর প্রতি ন্যায্য নয়। আমি ম্যাঙ্গানিলোর ইচ্ছাকে সম্মান জানাই, তবে আমি মা হতে চাই না।‘
সোফিয়া আরও বলেন, ‘আমার প্রাক্তন স্বামী জো গঞ্জালেজের ঘরে এক সন্তান রয়েছে। আমার ছেলের বয়স বর্তমানে ৩২ বছর। এই বয়সে আমি দাদি হতে প্রস্তুত, একজন মা নয়।’
২০২২ সালে ৭ বছরের সংসারের ইতি টানেন সোফিয়া ভার্গারা এবং জো ম্যাঙ্গানিলো। বিচ্ছেদের সময় এ দম্পতি গণমাধ্যমে বলেছিলেন, ‘আমরা বিবাহবিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমাদের জীবনের নতুন পর্বটি নেভিগেট করার সময় আমরা বিনয়ের সাথে আমাদের গোপনীয়তার প্রতি সম্মান জানাই।’
এর আগে ২০১৫ সালের নভেম্বর মাসে সোফিয়া ভার্গারা এবং জো ম্যাঙ্গানিলো ফ্লোরিডার পাম বিচে বিয়ে করেছিলেন।
আরও পড়ুন: সাংবাদিককে থুথু মেরে জরিমানা গুনলেন নির্মাতা
দামি ঘড়ির কারণে বিপাকে আর্নল্ড শোয়ার্জনেগার
উল্লেখ্য, জনপ্রিয় টিভি সিরিজ মডার্ন ফ্যামিলিতে অভিনয়ের জন্য সুপরিচিত সোফিয়া ভার্গারা। নিউ ইয়ার ইভ, শেফ, বটম অব দ্য নাইনটিথ, দ্য ফিমেল ব্রেইন, দ্য কন ইজ অন, বেন্ট, ম্যাচেট কিলস, ওয়াইল্ড কার্ড এর মতো চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছেন সোফিয়া।
Tag: Entertainment
No comments: