পাহাড় চূড়ায় ‘মানুষ সদৃশ’ প্রাণী, ভিডিও ভাইরাল!
ব্রাজিলের ইলহা দো মেল দ্বীপের পাহাড়ের চূড়ায় ১০ ফুট লম্বা দুটি মানুষ সদৃশ প্রাণী দেখার দাবি করেছেণ স্থানীয় এক নারী। এমনকি তাদের ভিডিটি করেছেন তিনি। এরই মধ্যে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
জিলের পাহাড়ের ছবিটি বুধবার (১০ জানুয়ারি) মাইক্রো ব্লগিং সাইট এক্সে পোস্ট করা হয়েছিল। ছবি: ভিডিও থেকে নেয়া
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মায়ামির একটি শপিংমলে 'এলিয়েন' দেখার দাবি করে স্থানীয়রা। এ ঘটনার কয়েকদিন পরই ব্রাজিলে ‘এলিয়েন’ দেখার দাবি করলও স্থানীয়রা। ঘটনা দুটি প্রায় কাছাকাছি সময়ে ঘটেছে।
ব্রাজিলের ঘটনাটি দেখার দাবি করেছেন যে নারী তার নাম সারা। তিনি মূলত একজন হাইকার বা পরিব্রাজক।
প্রতিবেদন মতে, সম্প্রতি ব্রাজিলের ইলহা দো মেল দ্বীপে পরিবারের সদস্যদের সঙ্গে অবসর সময় কাটানোর জন্য গিয়েছিলেন সারা। সেখানেই এলিয়েন প্রত্যক্ষ করেন বলে জানান।
সারা দাবি করেছেন, পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর আর কারো সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। এলিয়েন দুটি দ্রুত সেখান থেকে সরে যায়। এগুলো প্রায় ৯ ফুট ৮ ইঞ্চি উচ্চতার ছিল। তবে তারা সরে যাওয়ার আগে এক মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন তিনি।
আরও পড়ুন: এলিয়েনরা আছে, অস্তিত্ব মিলবে শিগগিরই!
ভিডিওতে দুটি প্রাণীর ছবি স্পষ্ট দেখা যাচ্ছে। যা অনেকটাই মানুষের মতোই। তবে প্রত্যক্ষদর্শীর দাবি, প্রাণীগুলোকে মানুষের মতো হাত দুলাতে দেখা গেলেও তারা মানুষ নন। তবে ঘটনাটির সত্যাসত্য নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
ভিডিও সত্যতা যাচাই করতে পারেনি সময় সংবাদ। এমনকি এটি এডিট করে তৈরি কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।
যে ইলহা দো মেল দ্বীপে এলিয়েন দেখা গেছে বলে দাবি উঠেছে সেটি ব্রাজিলের পারানা রাজ্যে।
Tag: English News lid news others world
No comments: