তাপমাত্রা মাইনাস ৩০, তরুণীর মাথার চুল হয়ে গেল বরফ! (ভিডিও) তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রির নিচে, চারদিকে জমে আছে বরফের স্তূপ। প্রচণ্ড এই শীতের মাঝেই খোলা চুলে বাইরে বের হয়েছিলেন এক তরুণী। কিন্তু বরফের মাঝে দাঁড়িয়ে থাকতে থাকতে একপর্যায়ে বরফে তার মাথা ঢেকে যায়, জমে যায় চুল। তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি নিচে নেমে গেছে শুনেই বাড়ির বাইরে বেরিয়েছিলেন এই তরুণী। ছবি: ভিডিও থেকে নেয়া শুক্রবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন সুইডেনের ওই তরুণী। তার নাম এলভিরা লুন্ডগ্রেন। সেই ভিডিওটি এরইমধ্যে ভাইরাল হয়েছে। এলভিরা জানিয়েছেন, তাপমাত্রা হিমাঙ্কের ৩০ ডিগ্রি নিচে নেমে গেছে শুনেই বাড়ির বাইরে বেরিয়েছিলেন তিনি। বাইরে বের হলে কী হয়, তা দেখতে চেয়েছিলেন। ভিডিওতে, জমে যাওয়া চুল মাথার ওপরে মুকুটের মতো তুলে ধরতে দেখা যায় ওই তরুণীকে। বার বার চুল ওপরে তুলে এবং নিচে নামিয়ে দেখাচ্ছিলেন তিনি। আরও পড়ুন: চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন,
তাপমাত্রা নাকি মাইনাস ৩০ ডিগ্রির নিচে নেমে গেছে। বাইরে বেরিয়ে একটু অভিজ্ঞতা নিয়ে আসি। সামাজিকমাধ্যমে এই ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই মজা পেয়েছেন তরুণীর চুলের দশা দেখে। অনেকে আবার এই হাড় কাঁপানো ঠান্ডায় যথেষ্ট প্রস্তুতি এবং সুরক্ষা ছাড়া বাড়ির বাইরে বের হওয়ার বিরোধিতা করেছেন। এই ঘটনাকে কেউ কেউ ওই তরুণীর ভাইরাল হওয়ার চেষ্টা বলে মনে করছেন।
No comments: