গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ হয়নি: ইসি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধের খবরটি ভুয়া বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গাইবান্ধা-৫ আসনের আসনের নির্বাচন স্থগিত হয়নি বলে জানিয়েছে ইসি। ছবি: সময় সংবাদ
শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনে এবার গাইবান্ধা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন (নৌকা), আওয়ামী লীগের স্বতন্ত্র ফারজানা রাব্বী বুবলী (ট্রাক), শামসুল আজাদ শীতল (ঈগল পাখি), বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা) এবং এনপিপির ফারুক মিয়া (আম)।
Tag: English News lid news national
No comments: