ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৮
ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন শতাধিক মানুষ। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকাপড়ে আছেন বলে শঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছ, মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহত এবং ১৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন,
রুশ হামলায় ১৩৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর-পূর্বে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের কর্মকর্তারা এর আগে বলেছিলেন, রুশ হামলায় আট বছর বয়সী একটি মেয়েসহ আটজন নিহত হয়েছেন। সেন্ট্রাল ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের পাভলোহরাদে একজন নারী নিহত হয়েছেন।
আরও পড়ুন: রাশিয়া অধিকৃত দোনেৎস্কের বাজারে গোলাবর্ষণ, নিহত ২৫
এছাড়া দেশটির রাজধানী কিয়েভে অন্তত ২২ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগেছে বলে স্থানীয় কর্মকর্তারা আগে জানিয়েছিলেন।
জেলেনস্কি মঙ্গলবার রাতে এক ভিডিওবার্তায় বলেন,
সাধারণ মানুষের জীবনকে আধুনিক রাশিয়া নিজেদের জন্য হুমকি বলে মনে করে। এই রাষ্ট্রটি সন্ত্রাসী।
আরও পড়ুন: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গ্যাস টার্মিনালে বিস্ফোরণ
এদিকে মঙ্গলবার সকালের এই হামলায় বিশেষভাবে খারকিভ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মেয়র ইহোর তেরেখভ জানান। তিনি বলেন, শহরের ফ্ল্যাটের একটি ব্লকের অংশ ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকর্মীরা জীবিতদের জন্য ধ্বংসস্তূপের ভেতরে অনুসন্ধান চালাচ্ছে।
এছাড়াও মঙ্গলবার সন্ধ্যায় নতুন করে রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় আরও সাতজন আহত হয়েছেন বলে তেরেখভ জানিয়েছেন।
Tag: English News politics world
No comments: