সারাদিনের ময়লা - আবর্জনা গুলো রাস্তার ওপর ফেলা রাতের মেহেরপুর শহর কেমন ?
রাত ১ টা থেকে রাত ২ টা পর্যন্ত ভ্যানে চড়ে হাসপাতাল মোড় থেকে বড়বাজার, হোটেল বাজার, পুরাতন বাসস্ট্যান্ড হয়ে কলেজ থেকে কোর্ট মোড় অবধি ঘুরে আমাদের সকলের বাড়ীতে থাকা, দোকানে থাকা, আবাসিক হোটেলে থাকা,খাবার হোটেলে থাকা, ক্লিনিকে থাকা, ঔষধের দোকানে থাকা ও ফুটপাতে ব্যবসায়ীদের সারাদিনের ময়লা - আবর্জনা গুলো রাতের বেলায় একসাথে যখন রাস্তার ওপর ফেলা হয়, তখন দেখতে কেমন লাগে? এরপর রাতের রাস্তায় থাকা গরু, বিড়াল, শিয়াল ও কুকুরের দল এই ময়লা - আবর্জনা গুলো আহার ও সারা রাস্তা ছিটানোর কাজটি করে তখন দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর এই ময়লাগুলো ফেলার সাথে ও মানুষের রুচিবোধ ও ভিন্ন ভিন্ন হয়। যেমন, সচেতন ব্যাক্তি তার সারাদিনের ময়লা গুলো এক জায়গায় করে একটি ব্যাগে বা পলিথিনে গুছিয়ে তুলে ভাল করে মুখ বন্ধ করে রাস্তায় রাখে। আবার অসচেতন মানুষেরা তাদের ময়লা গুলো যেমন তেমন করে নিয়ে এসে রাস্তায় ঢেলে দেয়। এরপর রাতের রাস্তায় থাকা মানুষ গুলো বিভিন্ন প্রজাতির গন্ধ ও দূর্গন্ধ নিয়ে বেশ আনন্দে থাকে। এ বিষয়ে রাত জেগে ভোর অবধি শহরের রাস্তা পরিস্কার করার দায়িত্ব পালনকারীরা ময়লা ও ময়লা ফেলা দেখে বুঝতে পারে কোন মানুষের কেমন ব্যাক্তিত্ব।
Tag: Zilla News
No comments: