টিআইবির প্রতিবেদন রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট: ওবায়দুল কাদের
বিশ্বব্যাপী দুর্নীতির ধারণা সূচক নিয়ে টিআইবির প্রতিবেদন রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাছাড়া বিএনপি'র কালো পতাকা কর্মসূচি গণবিরোধী এবং এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলেও জানান তিনি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি।
এসময় দুর্নীতি নিয়ে টিআইবির প্রতিবেদনের সমালোচনা করেন তিনি। বলেন, রাজনৈতিক স্বার্থ আছে তাদের প্রতিবেদনে। টিআইবি তো বিএনপির দালাল, বিএনপি যা বলে টিআইবিও তা বলে।
ওবায়দুল কাদের বলেন, এসব প্রতিষ্ঠানের কিছু রাজনৈতিক ইন্টারেস্ট আছে। বিশ্বজুড়ে ক্ষমতার যে দ্বন্দ্ব সেখানে অবস্থানগতভাবে কোনো কোনো জোট বা দেশের স্বার্থ সংরক্ষণের পাহারাদার এসব প্রতিষ্ঠান। ওখানে কারো স্বার্থ সংরক্ষণের জন্য এসব কমেন্ট করা হয়। এসব অপবাদ দেওয়া হয়, এটা অতীতেও দেওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা এগুলোর পরোয়া করি না। আমরা জনস্বার্থে কাজ করে যাচ্ছি। দুর্নীতি, করাপশন ইজ ওয়ে অব লাইফ অ্যাক্রোস দ্য ওয়ার্ল্ড নাও। এটা বাংলাদেশের ব্যাপার নয়, সারাবিশ্বেই আছে কমবেশি। কিন্তু যেভাবে অপবাদটা বাংলাদেশ নিয়ে দেওয়া হয়, এটা মোটেও সত্য নয়।
বিএনপির কালো পতাকা কর্মসূচি প্রত্যাহার করা না হলে জনগণের জানমালের নিরাপত্তা জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবেলা করা হবে। আর সহিংসতা হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে বলেও জানান ওবায়দুল কাদের।
‘শান্তি গণতন্ত্র উন্নয়ন শোভা যাত্রা’ আওয়ামী লীগের এই কর্মসূচি নিয়ে সাধারণ সম্পাদক বলেন, পুলিশের অনুমতি না পাওয়ায় আমদের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
Tag: English News lid news national
No comments: