গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়াল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ১০৭ দিন ধরে নির্বিচার হামলা চালাচ্ছে ইসরাইল। এ হামলায় এখন পর্যন্ত উপত্যকাটিতে ২৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
ইসরাইলি হামলায় গাজার ২৩ লাখ বাসিন্দার মধ্যে প্রায় ২০ লাখ উদ্বাস্তু হয়েছেন। ছবি: সংগৃহীত
সাড়ে তিন মাস ধরে ইসরাইলি বাহিনীর চালানো হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। যুদ্ধ শুরুর পর থেকে এমন কোনো দিন নেই, যেদিন দখলদার ইসরাইলিদের হাতে কোনো ফিলিস্তিনির মৃত্যু হয়নি। সবশেষ রোববার (২১ জানুয়ারি) গাজাজুড়ে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী
রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় ১৭৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে সাড়ে তিন মাসে এখন পর্যন্ত ২৫ হাজার ১০৫ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হলো।
সাড়ে তিন মাসে নিহত ফিলিস্তিনিদের মধ্যে অন্তত ৯৬০০ শিশু আর নারীর সংখ্যা অন্তত ৬৭৫০ জন। এ ছাড়াও এখনও ৮ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
আরও পড়ুন: ইসরাইলে ৭ অক্টোবরের হামলা নিয়ে প্রথমবারের মতো মুখ খুলল হামাস
ইসরাইলের হামলায় গাজায় গড়ে প্রতিদিন ২৩৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ৫৮৫ জন।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলে হামলা চালায়। এতে ১২০০ জন নিহত হয়েছেন বলে দাবি করে ইসরাইলি কর্তৃপক্ষ। এর পর থেকে গাজায় নারকীয় হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। গাজায় হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় বারবার আহ্বান জানালেও তাতে সাড়া দিচ্ছে না নেতানিয়াহু সরকার।
আরও পড়ুন: চুক্তি ছাড়া জিম্মিদের মুক্তি অসম্ভব: ইসরাইলি কমান্ডার
এদিকে ইসরাইলি হামলায় গাজার ২৩ লাখ বাসিন্দার মধ্যে প্রায় ২০ লাখ উদ্বাস্তু হয়েছেন। খাবার ও পানির তীব্র সংকটে উপত্যকাটিতে দেখা দিয়েছে ভয়াবহ এক মানবিক বিপর্যয়।
Tag: English News Featured world
No comments: