যেকোনো মূল্যে বাজারদর নিয়ন্ত্রণের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন। ছবি : ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে নিত্যপণ্যের বাজার নিয়ে চক্রান্তকারীদের বিষয়ে সজাগ থাকতে হবে। যেকোনো মূল্যে বাজারদর নিয়ন্ত্রণ করারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। আজ সোমবার (১৫ জানুয়ারি) নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নতুন মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন।
মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশি-বিদেশি বৈরী পরিবেশ মোকাবিলা করেই মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে।’
Tag: English News lid news national
No comments: