চীনে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১০, নিখোঁজ ৬
চীনের পিংডিংশান শহরের একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ৬ জন।
চীনে খনি দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। ছবি:সংগৃহীত
শনিবার (১৩ জানুয়ারি) স্থানীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ অব্যাহত থাকবে ও শহরজুড়ে নিরাপত্তা অভিযান চলবে।
দুর্ঘটনার সময় খণিতে মোট ৪২৫ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া।
সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শুক্রবার ( ১২ জানুয়ারি) দুপুর ২টা ৫৫ মিনিটে কয়লা ও গ্যাস বিস্ফোরণের কারণে দুর্ঘটনাটি ঘটে। এটি পিংডিংশান শহরের তিয়ানান কোম্পানির মালিকানাধীন একটি খনি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে শহরের জরুরি ব্যবস্থাপনা ব্যুরো।
আরও পড়ুন:চীনে কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১২
চীনের শীর্ষ কয়লা উৎপাদনকারী অঞ্চল শানঝিতে দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা তদারকি বাড়ানোর সিদ্ধান্ত নেয় চীনের সরকার। এরপরই হঠাৎ করে দাম বেড়ে যায় কয়লার।
সম্প্রতি চীনে কয়লা খনিগুলোতে নিরাপত্তা বাড়ানো হলেও প্রায়ই খনি দুর্ঘটনার ঘটনা ঘটছে। ২০২২ সালে ১৬৮টি খনি দুর্ঘটনায় ২৪৫ জন মানুষ মারা গেছেন। গতমাসে হেইলংজিয়ান প্রদেশের উত্তর-পূবাঞ্চলের জিক্সি শহরে দুর্ঘটনায় প্রায় ১২ জন নিহত হন। একই প্রদেশে আরেকটি খনি ধসের ঘটনায় ১১ জন ও সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিমের গুইজু প্রদেশে খনি দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হন।
Tag: English News Featured others world
No comments: