মেহেরপুরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে কৃষক আহত।
মেহেরপুরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে কৃষক আহত।
মেহেরপুরে আমবাগানে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে সোহানুর রহমান সোহান (৩৫) নামের এক কৃষক আহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের ঈদগাহ পাড়ার তোজাম্মেলের আম বাগানে এ ঘটনা ঘটে। পরে বোমা বিস্ফোরণের আওয়াজ শুনে এলাকাবাসী এসে সোহানকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সোহান শোলমারী গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
স্থানীয় আরিফ নামের এক কৃষক জানান, প্রতিদিনের ন্যায় আজকেও সোহান তার কৃষি জমিতে যাচ্ছিল। যাওয়ার পথে তোজাম্মেলের আম বাগানের ভিতর দিয়ে যাওয়ার সময় গাছে নিচে থাকা প্লাটিক ব্যাগ পড়ে থাকতে দেখে তার হাতে থাকা হাসুয়া দিয়ে টোকা দেয়। এসময় বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। পরে আমরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মেহেপুর পুলিশ সুপার নাজমুল হক ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন।
Tag: Zilla News
No comments: