Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ডব্লিউডব্লিউই প্রতিষ্ঠাতা কুস্তিগীরদের কাছে জোর করে পাঠাতেন, অভিযোগ সাবেক নারী কর্মীর




ডব্লিউডব্লিউই প্রতিষ্ঠাতা কুস্তিগীরদের কাছে জোর করে পাঠাতেন, অভিযোগ সাবেক নারী কর্মীর ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) প্রতিষ্ঠাতা ভিন্স ম্যাকমেহনের বিরুদ্ধে নারী পাচার ও যৌন সহিংসতার অভিযোগ তুলেছেন সাবেক এক নারী কর্মী। ভিন্স ম্যাকমেহনের বিরুদ্ধে নারী কর্মীকে যৌনদাসী হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে। ফাইল ছবি ভিন্স ম্যাকমেহনের বিরুদ্ধে নারী কর্মীকে যৌনদাসী হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে। ফাইল ছবি ন গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের জেলা আদালতে ভিন্স ম্যাকমেহনের বিরুদ্ধে মামলা করেন সাবেক কর্মী জ্যানেল গ্র্যান্ট।

তবে ম্যাকমেহনের মুখপাত্র বলেছেন, এ অভিযোগ ‘নির্জলা মিথ্যা’। তার মক্কেল অবশ্যই আদালতে আত্মপক্ষ সমর্থন করবেন। সাবেক ডব্লিউডব্লিউই কর্মী জ্যানেল গ্র্যান্টের অভিযোগ, বিশ্বখ্যাত কুস্তি প্রতিভাদের প্রলুব্ধ করার জন্য যৌনদাসী হিসেবে তাকে অন্য পুরুষদের কাছে পাঠাতেন ভিন্স ম্যাকমেহন ও সাবেক রেসলার জন লরিনাইটিস। আরও পড়ুন: যৌন নির্যাতন মামলায় অস্বস্তিতে ট্রাম্প মামলার এজাহারে বলা হয়, গ্র্যান্ট ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে অবস্থিত ডব্লিউডব্লিউই প্রধান সদর দফতরে কাজ করেছেন। ওই সময় ম্যাকমেহন ও লরিনাইটিস অন্যদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য গ্র্যান্টকে চাপ দেন। এছাড়া ম্যাকমেহন তাকে যৌন কার্যকলাপের জন্য বাধ্য করতেন। ২০২১ সালের জুনে ডব্লিউডব্লিউই সদর দফতরে দুই অভিযুক্তই তাকে যৌন নিপীড়ন করেন বলেও অভিযোগ করেন গ্র্যান্ট। ২০২২ সালে যৌন হয়রানির অভিযোগ ওঠায় ডব্লিউডব্লিউই–এর চেয়ারম্যান ও সিইওর পদ থেকে সরে দাঁড়ান ম্যাকমেহন। অভিযোগের তদন্ত শেষে এক বছর পরে তাকে ডব্লিউডব্লিউই–এর চেয়ারম্যান হিসেবে পুনর্বহাল করা হয়। সূত্র: সিএনএন






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply