বিএনপি ক্ষমতায় এলে দেশ পিছিয়ে যায়, আমরা এগিয়ে নিই: প্রধানমন্ত্রী
আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন শেখ হাসিনা। ছবি : আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। কারণ তারা জ্বালাও-পোড়াও আর মানুষ খুন ছাড়া দেশবাসীকে কিছু দিতে পারেনি। বিএনপি ক্ষমতায় এলে দেশ পিছিয়ে যায়। আমরা ক্ষমতায় এলে দেশ এগিয়ে যায়। দুর্নীতি, দুঃশাসন আর মানুষ খুন হলো বিএনপির একমাত্র গুণ।
আজ বৃহস্পতিবার (৪ জানুয়রি) নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন শেখ হাসিনা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, আমরা দেশের দারিদ্র্যের হার কমিয়েছি। শিক্ষার হার বাড়িয়েছি। বিএনপির আমলে শিক্ষার হার কমেছে আর দারিদ্র্যের হার বেড়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর জাতির পিতা যখন দেশের দায়িত্ব দেন তখন এক টাকাও রিজার্ভ ছিল না। মানুষের ধানের গোলাও ছিল না। পাকিস্তানি আর্মি সব পুড়িয়ে দেয়। শূন্য হাতে বঙ্গবন্ধু দেশের দায়িত্ব নিয়ে দেশকে স্বয়ংসম্পন্ন করেন। প্রতিটি ঘরে ঘরে তিনি রিলিফ পৌঁছে দিয়েছিলেন।
শেখ হাসিনা বলেন, আমার বাবা মাত্র তিন বছর সাত মাস দেশ শাসনের সুযোগ পান। এসময়ে তিনি দেশকে গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা আমার মা-বাবা, ভাই ও চাচাকেসহ ১৮ জনকে নির্মমভাবে হত্যা করে। আমি ও আমার ছোট বোন শেখ রেহানা বিদেশ থাকায় প্রাণে বেঁচে যাই। কিন্তু এ বেঁচে থাকাটা আমাদের জন্য অত্যন্ত দুর্বিসহ হয়ে ওঠে।
জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। জ্বালাও পোড়াও আর মানুষ খুন ছাড়া তারা মানুষকে কিছুই দিতে পারেনি
Tag: English News lid news national
No comments: