ইয়েমেন উপকূলে মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
ইয়েমেন উপকূলে মার্কিন কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) এই হামলা চালানো হয়েছে।
হুতি বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়েছে, ইসরাইলের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, এমন জাহাজগুলোর ওপর হামলা করা হবে না। ছবি: সংগৃহীত
সামুদ্রিক জাহাজ নজরদানি সংস্থা ইউনাইটেড কিংডোম মেরিটাইম ট্রেড অপারেশনের (ইউকেএমটিও) বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়।
এদিকে হুতি বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়েছে, ইসরাইলের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, এমন জাহাজগুলো নিরাপদ। সেগুলোর ওপর হামলা চালাবে না তারা।
ইউকেএমটিও জাহাজটির মাস্টারের বরাত দিয়ে জানায়, ইয়েমেনের এডেন বন্দরের কাছে ‘তাদের জাহাজ ক্ষেপণাস্ত্র হামলা’র শিকার হয়েছে।
আরও পড়ুন: ইসরাইলি জাহাজে ড্রোন হামলা
অন্যদিকে যুক্তরাজ্যের নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান অমব্রে বলেছে, ইয়েমেনে হুতিদের অবস্থানে হামলার জবাবে মার্কিন স্বার্থে হামলা করা হয়েছে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, হামলার পর মার্শাল আইল্যান্ডগামী জাহাজটি আগুন ধরে যায়। তবে তেমন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজটি গন্তব্যের পথেই রয়েছে।
গাজায় ইসরাইলি আগ্রাসনের জবাবে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ হিসেবে গত নভেম্বর থেকে লোহিত সাগর ও বাবেল মানদেব প্রণালীতে ইসরাইলি জাহাজ লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
আরও পড়ুন: হুতিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি মার্কিন বাহিনীর
তবে ইসরাইলের স্বার্থ রক্ষায় গত সপ্তাহ থেকে হুতিদের ওপর দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
Tag: English News Featured others world
No comments: