তিন পর্যায়ের’ যুদ্ধবিরতির নতুন প্রস্তাব পাওয়ার কথা জানাল হামাস
ফিলিস্তিনের গাজায় বন্দি ইসরাইলি জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির একটি নতুন প্রস্তাব পাওয়ার কথা জানিয়ে সেটি তারা মূল্যায়ন করে দেখছে বলে জানিয়েছে দেশটির স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। প্রস্তাবটিতে ‘তিন পর্যায়’ এর যুদ্ধবিরতির কথা বলা হয়েছে বলে হামাসের এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন।
মঙ্গলবার হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির জন্য দুপক্ষের মধ্যে মধ্যস্থতাকারীরা ইসরাইলের সঙ্গে কথা বলার পর প্রস্তাবটি দিয়েছেন।
নভেম্বরের শেষ দিকের সাময়িক যুদ্ধবিরতির পর থেকে এটিকেই এ পর্যন্ত নেওয়া সবচেয়ে জোরালো শান্তি উদ্যোগ বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্সের।
আরও পড়ুন: হামাস কী, কেনইবা গাজায় ইসরাইলের সঙ্গে যুদ্ধ করছে
নাম না প্রকাশ করার শর্তে হামাসের এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, নতুন প্রস্তাবটিতে তিন পর্যায়ের যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত, এটি শুরু হওয়ার পর গাজা শাসনকারী ফিলিস্তিন গোষ্ঠীটি ৭ অক্টোবর বন্দি করা জিম্মিদের মধ্যে প্রথমে অবশিষ্ট বেসামরিকদের মুক্তি দেবে, তার পর ইসরাইলি সেনাদের আর চূড়ান্ত পর্যায়ে নিহত জিম্মিদের লাশ ফেরত দেবে।
কিন্তু পর্যায়গুলো কতদিন স্থায়ী হবে বা চূড়ান্ত পর্বের পর পরিকল্পনা কী, এ নিয়ে কিছু জানাননি তিনি।
আরও পড়ুন: ফের তেলআবিব যাচ্ছেন ব্লিংকেন, মার্কিন ‘পরামর্শ’ শুনবেন কি নেতানিয়াহু?
নভেম্বরের সাময়িক যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকে এই প্রথম নতুন একটি প্রস্তাবের বিস্তারিত প্রকাশ হলো, যা উভয়পক্ষই বিবেচনা করে দেখছে।
No comments: