Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ১৮৯৫-১৯০০ সময়কালে পিলখানা এলাকায় হাতির পালের দৌড়




ফিল মা‌নে হা‌তি। আর ফিলখানা মা‌নে হা‌তিশালা।সময়ের পরিক্রমায় সেটাই হয়ে গেছে পিলখানা। মোগল আমলে ঢাকার আজিমপুরের উত্তর-পশ্চিমে অবস্থিত পিলখানা ছিল রাজকীয় হাতিশাল। শুধু তাই নয় স্থানীয় জমিদাররাও অর্থের বিনিময়ে পিলখানায় ব্যক্তিগত হাতি রাখতে পার‌তেন। এখান থে‌কেই অখন্ড বাংলার বিভিন্ন অংশ থেকে সংগৃহীত হাতিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে ব্রিটিশ ভারতের নানা স্থানে কাজ করানোর জন্য পাঠানো হতো। এমনকি উনিশ শতকের শেষদিকেও এখানে হাতি ধরার কৌশল প্রদর্শিত হতো। ‌মোগল‌দের ম‌তো ব্রিটিশ সেনাবাহিনীরও ভারতব‌র্ষে রসদ, খাদ্য ও অন্যান্য সম্ভার বহনের জন্য হাতির প্রয়োজন হতো। তারা ১৯০০ সালে নিয়মিত হাতি ধরার সংস্থাটি ঢাকা থেকে মায়ানমারে স্তানান্তরিত করে, কেননা অধিক হাতি ধরার ফলে গারো পাহাড়ে হাতির পাল নিঃশেষ হয়ে গিয়েছিল। ‌মোগল আম‌লে ঢাকার মাহুতটুলিতে পিলখানার হাতির মাহুতরা থাকতেন। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির মাত্র কয়েক বছর আগে এ এলাকা থেকে সবগুলো হাতি সরিয়ে নেয়া হয়। ছ‌বি : ১৯০৪ সা‌লে জার্মান আলোক‌চিত্রী ফ্রিৎজ কা‌পের তোলা ছ‌বি‌তে পিলখানার হা‌তির পাল। ছবিটি কৃ‌ত্রিম বু‌দ্ধিমত্তার সাহা‌য্যে র‌ঙিন করা হ‌য়ে‌ছে। আর মূল ছ‌বি‌টি দেওয়া হ‌য়ে‌ছে ক‌মেন্ট ব‌ক্সে। #walkwithridwan #মুগল #‌মোগল #হাতি #‌পিলখানা See less






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply