Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আমের ভালো ফলন পেতে এখন কি করণীয় মেহেরপুর কৃষকদের




মূহুর্তে করণীয়: #ফলন্ত গাছে মুকুল আসার ৩ মাস আগে থেকে সেচ প্রদান বন্ধ রাখতে হবে। #আমের মুকুল ফুটা অবস্থায় স্প্রে করা যাবে না। #আমের মুকুল ফোটার শেষ পর্যায়ে কমপক্ষে একবার ও ফল মটর দানা পর্যায়ে একবার সেচ দিতে হবে #কলম কৃত গাছের ৪ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মুকুল ভেঙ্গে দিতে হবে। এতে আম গাছের বৃদ্ধি ভালো হয় ও দীর্ঘ দিন ফল দেয়। #গাছের গোড়া আগাছা মুক্ত ও পরিস্কার রাখতে হবে। #স্প্রে অব্যশই গাছের পাতা, মুকুল, ও ডালপালা ভালো ভবে ভিজিয়ে স্প্রে করতে হবে। #প্রথম পর্যায়ে মুকুল আসার ১৫-২০ দিন আগেই সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক রিপকর্ড ১০ ইসি সানমেরিন ১০ ইসি

কর্ট ১০ ইসি শেফা ১০ ইসি যে কোন একটি কীটনাশক প্রতি লিটার পানিতে ১ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে। #সাথে #কার্বোডাজিম+মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক ক্যাম্পনিয়ন ৭৫ ডাব্লিউ পি ক্লাস্টার ৭৫ ডাব্লিউ পি কারকোজেব ৭৫ ডাব্লিউ পি কেমামিক্স ৭৫ ডাব্লিউ পি যে কোন একটি ছত্রাক নাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। #মুকুল আসার পরে করনীয়: মুকুল বের হওয়ার পর কিন্তু ফুল ফোটার আগে হপার পোকা দমনে #ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের কীটনাশক এডমায়ার ২০ এসএল ইমিটাফ ২০ এসএল ইমপেল ২০ এসএল টিডো ২০ এসএল গেইন ২০ এসএল যে কোন একটি বালাইনাশক প্রতি লিটার পানিতে ০.৫ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। সাথে #অ্যানথ্রাকনোজ রোগ দমনে #মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক #নেমিস্পোর ৮০ ডাব্লিউ পি #এগ্রিজেব ৮০ ডাব্লিউ পি #ট্রাইকোজেব ৮০ ডাব্লিউ পি #কাফা ৮০ ডাব্লিউ পি #ইন্ডোফিল এম ৪৫ যে কোন একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। উপরিউক্ত বালাইনাশক সমূহ স্প্রে করার ২-৩ দিন পরে সলুবর বোরন লিটারে ১.৫ গ্রাম হারে এবং চিলেটেড জিংক লিটারে ০.২৫ গ্রাম হারে মিশিয়ে করতে হবে। #ফল মটরদানা/মার্বেল আকৃতি ধারণের পরে: ফল ঝরা রোধে প্রতি লিটার পানিতে ২০ গ্রাম ইউরিয়া মিশিয়ে ফল মটরদানা অবস্থায় একবার এবং মার্বেল আকৃতির হলে দ্বিতীয়বার বার স্প্রে করতে হবে। প্রাথমিক পর্যায়ে আমের উইভিল ও ফলছিদ্রকারী পোকা দমনের জন্য #ক্লোরোপাইরিফস+সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক #নাইট্রো ৫০৫ ইসি #সাবসাইড ৫০৫ ইসি #ক্লোরোসাইরিন ৫০৫ ইসি #জাহিম ৫০৫ ইসি #এসিমিক্স ৫০৫ ইসি #সাইপারফস ৫০৫ ইসি যে কোন একটি কীটনাশক প্রতি লিটার পানিতে ২ মিলি হারে মিশিয়ে পাতা ও ডালপালা ভালো ভবে ভিজিয়ে স্প্রে করতে হবে। চায়না পারভিন উপসহকারী কৃষি কর্মকর্তা






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply