সৃষ্টিকর্তা আমাকে যুক্তরাষ্ট্রের ‘দেখভালের’ জন্যই পাঠিয়েছেন: ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিনিদের ‘দেখভালের' জন্যই সৃষ্টিকর্তা তাকে তৈরি করেছেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার জন্য সোমবার (১৫ জানুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও শেয়ার করেছেন ট্রাম্প। সেখানেই এমন দাবি করেন তিনি।
ট্রুথ সোশ্যালে শেয়ার করা ক্লিপটিতে দেখা যায়, ট্রাম্প নির্বাহী আদেশে স্বাক্ষর করছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলাপচারিতা করছেন এবং তার স্ত্রী সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে হাঁটছেন। পুরো ভিডিওটি আগের বিভিন্ন ফুটেজ জোড়া দিয়ে তৈরি করা।
আরও পড়ুন: আইওয়া অঙ্গরাজ্য /নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে জিতলেন ট্রাম্প
প্রায় তিন মিনিটের ভিডিওটিতে একজনকে বলতে শোনা গেছে, ‘১৯৪৬ সালের ১৪ জুন সৃষ্টিকর্তা তার পরিকল্পিত স্বর্গের (যুক্তরাষ্ট্র) দিকে তাকিয়ে বলেছেন, আমার একজন দেখভাল করার লোক প্রয়োজন। আর সেকারণেই তিনি আমাদের ট্রাম্পকে দিয়েছেন।’ ভিডিওটিতে ৭৭ বছর বয়সী সাবেক এ মার্কিন প্রেসিডেন্টের ছোটবেলার ছবিও দেখা গেছে।
ভিডিওতে আরও বলতে শোনা যায়, ‘আমার এমন একজনকে প্রয়োজন যে ভোরের আগে উঠবে, এই দেশকে ঠিক করতে পারবে, সারাদিন কাজ করতে পারবে, মার্কসবাদীদের সঙ্গে যুদ্ধ করতে পারবে, রাতের খাবার খেতে পারবে, তারপর ওভাল অফিসে যেতে পারবে, মধ্যরাত পর্যন্ত মিটিং করবে। আর এ কারণেই সৃষ্টিকর্তা ট্রাম্পকে সৃষ্টি করেছেন।’
ভিডিওতে আরও বলা হয়েছে, ‘সৃষ্টিকর্তা বলেছেন, আমার এমন একজনকে প্রয়োজন যে সাহসী ও শক্তিশালী হবে। যে নেকড়ের আক্রমণেও ভয় পাবে না।’
আরও পড়ুন: কেন ‘স্বৈরশাসক’ হওয়ার কথা বলেছিলেন, নিজেই জানালেন ট্রাম্প
এদিকে, দেশটির স্থানীয় সময় সোমবার (১৫ জানুয়ারি) রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের ভোটে ইওয়া ককাস অঙ্গরাজ্যে ট্রাম্প জয়লাভ করেছেন। তিনি জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি এবং ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে হারিয়েছেন। এর মাধ্যমে ট্রাম্প টানা তৃতীয়বারের মতো রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন।
Tag: English News lid news national
No comments: