গাভাস্কার-টেন্ডুলকারের ২০ হাজারি ক্লাবে পূজারা
ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন চেতেশ্বর পূজারা। এর আগে ভারতের হয়ে এই মাইলফলক স্পর্শ করেছেন শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড়।
২০ হাজারি ক্লাবে নাম লেখালেন পূজারা। ছবি: সংগৃহীত
চলমান রঞ্জি ট্রফিতে ভিদার্ভার বিপক্ষে ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন পূজারা। গত শুক্রবার (১৯ জানুয়ারি) ২০ হাজার থেকে মাত্র ৯৬ রান কম নিয়ে মাঠে নামেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার।
ভিদার্ভার বিপক্ষে প্রথম ইনিংসে ভালো শুরুর পরও ৪৩ রানে থামে পূজারার ইনিংস। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে আর হাতছাড়া করেননি। দ্বিতীয় ইনিংসে খেলেন ৬৬ রানের ইনিংস। আর তাতেই স্পর্শ করেন ২০ হাজার রানের মাইলফলক।
আরও পড়ুন: বিশ্বকাপের জন্য ৮-১০ জন প্লেয়ার চূড়ান্ত করেছে ভারত
প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৬০ ম্যাচ খেলা পূজারার রান এখন ২০ হাজার ১৩। তার ব্যাটিং গড় ৫১.৯৮। ভারতীয়দের মধ্যে এই তালিকায় শীর্ষে থাকা গাভাস্কার ৩৪৮ ম্যাচে ৫১.৪৬ গড়ে করেন ২৫ হাজার ৮৩৪ রান। টেন্ডুলকার ২৫ হাজার ৩৯৬ রান করেন ৫৭.৮৪ গড়ে, ম্যাচ খেলেন ৩১০টি। আর ভারত দলের বর্তমান প্রধান কোচ দ্রাবিড়ের ২৩ হাজার ৭৯৪ রান আসে ৫৫.৩৩ গড়ে, ২৯৮ ম্যাচ থেকে।
দারুণ এক ডাবল সেঞ্চুরি দিয়ে এবারের রঞ্জি ট্রফি শুরু করেন পূজারা। প্রথম শ্রেণীর ক্রিকেটে যা তার ১৭তম দ্বিশতক। এই সংস্করণে সবচেয়ে বেশি দ্বিশতক করা ব্যাটসম্যানদের তালিকায় যৌথভাবে চতুর্থ অবস্থানে আছেন। এবার গড়লেন আরেকটি কীর্তি।
Tag: English News games
No comments: