Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ভাত খেয়ে বিশ্বরেকর্ড গড়লেন বাংলাদেশের নিপা




গিনেস বুক অব ওয়ার্ল্ডে একের পর এক রেকর্ড গড়েছেন বরিশালের নুসরাত জাহান নিপা। এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরির রেকর্ডের পর এবার চপস্টিক দিয়ে ভাত খেয়ে ইতালির রেকর্ড ভেঙে আবারও গিনেস বুকে নাম লিখিয়েছেন তিনি। নিপা সময় সংবাদকে বলেন, ২০২২ সালে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে বিশ্বরেকর্ড করেছিলাম। তখন ইতালির রেকর্ড ভাঙা হয়েছিল এবং এবারও ইতালিকে পেছনে ফেলা হলো। ভাত খাওয়ার রেকর্ড নিয়ে তিনি বলেন, ‘এক মিনিটে ২৫টি ভাত খেয়ে ইতালির এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছিলেন, আর সেই রেকর্ডটি মিনিটে ২৭টি ভাত খেয়ে ভেঙেছি আমি। কয়েন দিয়ে বিশ্ব রেকর্ডের থেকে চপস্টিক দিয়ে বিশ্ব রেকর্ড করাটা বেশ কঠিন ছিল।’ শুরুতে পথ চলাটা সহজ ছিল না নিপার। শুনতে হয়েছে নানা নেতিবাচক মন্তব্য। তবে সব কিছুকে পেছনে ফেলেছেন তিনি। আরও পড়ুন: বিশ্বরেকর্ড গড়লেন সৌদ শাকিল একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নুসরাত জাহান নিপা বলেন, ‘প্রথম রেকর্ড করার পর মানুষ নানা ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে মন্তব্য করতো। তবে সেসব কিছু পাত্তা না দিয়ে আমি আমার কাজ চালিয়ে গেছি। মূলত ইউটিউব দেখেই এসব ধারণা পেয়েছি। সামনে নতুন কিছু করার চেষ্টা করবো। বিশ্ব দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো।’ অদম্য উৎসাহ নিয়ে নিপা আরও বলেন, ইচ্ছা থাকলে সব হয়। যেমন আমার খেলাধুলার বেশ শখ, তবে বরিশালে মেয়েদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। তাই ঘরে বসেই বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, আমার শহরকে আমি রিপ্রেজেন্টে করার চেষ্টা করেছি। দুবার বিশ্ব রেকর্ড গড়েছি। এতে করে বাংলাদেশ ও বরিশালের নাম উজ্জ্বল করেছি। আরও পড়ুন: গিনেস বুকে একসঙ্গে তিন রেকর্ড চট্টগ্রামের আয়ামানের বরিশাল নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা নুসরাত জাহান নিপা সরকারি মহিলা কলেজ থেকে স্নাতক এবং সরকারি ব্রজমোহন কলেজ থেকে রসায়ন বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply