নেতানিয়াহুর বক্তব্যে চটেছে কাতার
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যে ক্ষুব্ধ কাতার। ইসরাইলের স্থানীয় সংবাদমাধ্যমে গাজা যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাতারকে ‘সমস্যাপূর্ণ’ বলে সমালোচনা করেন নেতানিয়াহু। নেতানিয়াহুর বক্তব্যের একটি অডিও প্রচার হওয়ার পর বুধবার( ২৪ জানুয়ারি) ওই বক্তব্যের প্রতি তিরস্কার জানায় কাতার। খবর: আল জাজিরা।
নেতানিয়াহুর বক্তব্যে ক্ষুব্ধ কাতার। ছবি:সংগৃহীত
ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের এক খবরে বলা হয়, হামাসকে অর্থায়নের জন্য কাতারকে দোষারোপ করেন নেতানিয়াহু। চলতি সপ্তায় গাজায় হামাসের হাতে আটক থাকা ইসরাইলি জিম্মিদের পরিবারের সঙ্গে আলাপকালে তিনি কাতারের বিরুদ্ধে এই অভিযোগ আনেন।
জিম্মিদের পরিবারের উদ্দেশ্যে নেতানিয়াহুর দেয়া বক্তব্যটির অডিও প্রকাশ করে চ্যানেল টুয়েলভ। এতে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, “আমাকে কখনও কাতারকে ধন্যবাদ দিতে শুনবেন না। তারা জাতিসংঘ বা রেডক্রস থেকে আলাদা নয়। বরং তারা আরও বেশি সমস্যাযুক্ত। ‘’
আরও পড়ুন:সাদা পতাকা ওড়ানো ফিলিস্তিনিদেরও ছাড়ল না ইসরাইল, নিন্দার ঝড়
গাজা উপত্যকায় যাতে মানবিক সহায়তা পৌঁছাতে পারে সেজন্য একটি চুক্তি করতে বার বার আলোচনা চালিয়ে যাচ্ছে কাতার ও মিসর। গত নভেম্বরে মিসর, কাতার ও যুত্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক সপ্তার যুদ্ধবিরতিতে ১০০ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছিল। এছাড়াও হামাস ও অন্যান্য ফিলিস্তিনের সশস্ত্র দলের হাতে জিম্মি থাকা আরও ১৩০ জন বন্দিকে মুক্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা।
এদিকে বুধবার এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, নেতানিয়াহু যদি সত্যিই এ ধরনের কথা বলে থাকেন, তবে এটি দায়িত্বজ্ঞানহীন বক্তব্য। এ ধরনের বক্তব্যের কারণে নিরীহ মানুষদের বাঁচানোর প্রচেষ্টা বিঘ্নিত হবে।
Tag: English News politics world
No comments: