হুতি বিদ্রোহীদের ওপর সামরিক অভিযানের বিকল্প নেই: ডেভিড ক্যামেরন
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, লোহিত সাগরে চলাচলকারী জাহাজের ওপর হামলার ঘটনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো ছাড়া আর কোনো বিকল্প নেই তার দেশের।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরণ। ছবি: সংগৃহীত
রোববার (১৪ জানুয়ারি) টেলিগ্রাফে দেয়া এক বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হুতিদের ওপর হামলা চালানোর আগে বহুবার তাদের সতর্ক করেছে তার দেশ। এ সময় ক্যামেরণ হুশিয়ারি দিয়ে বলেন, হুতিরা যদি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটগুলো বন্ধ করে দেয় তাহলে তাদের চরম মূল্য দিতে হবে।
হুতিদের বিরুদ্ধে ‘সীমিত ও লক্ষ্যবস্তুতে’ হামলা চালানোর যে অনুরোধ যুক্তরাষ্ট্র করেছে প্রধানমন্ত্রী ঋষি সুনাক তাতে সম্মত হয়েছেন বলেও জানান তিনি।
আরও পড়ুন:ইয়েমেনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলা, তরতরিয়ে বাড়ছে জ্বালানির দাম
শুক্রবার অস্ট্রেলিয়া ও কানাডার সহায়তা নিয়ে হুতিদের প্রায় ৩০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা সর্বশেষ হামলা চালিয়েছে হুতিদের রাডার সাইটে।
তবে হুতি মুখপাত্র রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা তাদের সক্ষমতার ওপর কোনো প্রভাব ফেলবে না।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তার দেশের পক্ষ থেকে ইরানকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালানো নিয়ে একটি ব্যক্তিগত বার্তা পাঠানো হয়েছে। হুতিদের ওপর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফায় হামলা চালানোর পর এই বার্তা দিলো ওয়াশিংটন।
আরও পড়ুন:ইয়েমেনে ফের বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
‘আমরা এটি ব্যক্তিগতভাবে পাঠিয়েছি এবং আমরা আত্মবিশ্বাসী যে আমরা ভালোভাবে প্রস্তত। ’ এর বেশি কোনো কিছু জানাননি জো বাইডেন।
লোহিত সাগরে হুতিদের হামলা চালানোর বিষয়ে ইরানের বিরুদ্ধে আনা সহায়তার অভিযোগ অস্বীকার করেছে তেহরান। এর আগে হুতিদের অস্ত্র সহায়তা করা নিয়ে তেহরানের বিরুদ্ধে অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্র।
Tag: English News Featured world
No comments: