বিমানে ৬ ঘণ্টা দাঁড়িয়ে স্ত্রীকে ঘুমাতে দেয়া, ভালোবাসার সংজ্ঞা নিয়ে বিভক্তি
বিমানের আসনে নিজে বসেননি। আসন ধরে দাঁড়িয়ে আছেন। আর স্ত্রীকে ঘুমাতে দিয়েছেন নিজের আসনে। দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ত্রীর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছেন অপলক। সম্প্রতি এমন একটি ছবি পোস্ট করা হয়েছে এক্সে (সাবেক টুইটার)। পোস্ট করার পর থেকেই ছবিটি ঘিরে চলছে তুমুল আলোচনা।
এক্সে পোস্ট করা ছবি। ছবি: সংগৃহীত
কোর্টনি লি জনসন নামের আইডি থেকে শুক্রবার ছবিটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখেন, এই মানুষটি টানা ৬ ঘণ্টা দাঁড়িয়ে থেকে স্ত্রীকে ঘুমাতে দিয়েছেন। এখন এটাই ভালোবাসা।
‘এই ভদ্রলোক টানা ৬ ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন। যাতে তার স্ত্রী ঘুমাতে পারে। এখন এটাই ভালোবাসা’–এর মধ্য দিয়ে ফটোগ্রাফার দেখাতে চেয়েছেন একজন সিনিয়র ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, যাতে বিমানের তিনটি আসনের জায়গা নিয়ে ঘুমাতে পারে তার স্ত্রী।
এমন পোস্ট দেয়ার পর ছবিটিতে প্রায় ১৫ হাজার লাইক পড়েছে। কমেন্ট হয়েছে হাজারের মতো। তবে ‘এটাই এখন ভালোবাসা’–জনসনের এমন মন্তব্য নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এর পক্ষে-বিপক্ষে বিভক্ত হয়ে পড়েছেন এক্স ব্যবহারকারীরা। ভালোবাসা নিয়ে অনলাইনে নিজের মতামত তুলে ধরেছেন অনেকেই।
আরও পড়ুন:কানাডার প্রধানমন্ত্রীর বিমানে আবারও যান্ত্রিক ত্রুটি
অনেক নেট ব্যবহারকারী জনসনের ভালোবাসার সংজ্ঞার সঙ্গে একমত হতে পারেননি। তাদের অভিমত, ভদ্রলোকের স্ত্রী একজন স্বার্থপর মানুষ। তিনি নিজে ঘুমিয়ে স্বামীকে টানা ৬ ঘণ্টা দাঁড় করিয়ে রেখেছেন। অনেকে আবার ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন। ভদ্রলোকের অভিব্যক্তিকে কারো কারো কাছে রোমান্টিক বলে মনে হয়েছে।
Tag: English News lid news others world
No comments: