Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ভারতের মণিপুর আবারও উত্তপ্ত, নিহত ৪




ভারতের মণিপুর রাজ্যে নতুন করে সহিংসতা শুরু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) মণিপুরের থৌবল জেলায় সন্দেহভাজন জঙ্গি হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনার পর রাজ্যের পাঁচটি জেলায় কারফিউ জারি করা হয়েছে। মণিপুরে জঙ্গি হামলার পর নিরাপত্তা বাহিনীর তৎপরতা। ছবি: সংগৃহীত এনডিটিভি, হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। এদিকে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং এক ভিডিও বার্তায় হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এসময় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নিরীহ মানুষ হত্যার ঘটনায় গভীর শোক ও অনুশোচনা প্রকাশ করছি। আমরা এরই মধ্যে পুলিশকে নির্দেশ দিয়েছি, যত দ্রুত সম্ভব তারা জঙ্গিদের খুঁজে বের করবে। আমি আপনাদের অনুরোধ করছি, জঙ্গিদের খুঁজে বের করতে সরকারকে সহযোগিতা করুন।’ আরও পড়ুন: উত্তাল মণিপুর পরিদর্শনে বিরোধী দলের ২১ নেতা অন্যদিকে সোমবারের হামলার পর মঙ্গলবার (২ ডিসেম্বর) মণিপুরের মোরে শহরে পুনরায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় চার পুলিশ কর্মকর্তা ও এক বিএসএফ সদস্য গুরুতর আহত হয়েছেন। উল্লেখ্য, মণিপুরে গত বছরের মে মাস থেকে ভয়াবহ সহিংসতা শুরু হয়। গত সপ্তাহে মোরেতে সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চার নিরাপত্তা কর্মকর্তা আহত হন। আরও পড়ুন:জ্বলছে মণিপুর, কিন্তু কেন সোমবারের হামলার পর থৌবল, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, কাকচিং ও বিষ্ণপুরে কারফিউ জারি হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply