তিন সন্তান নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে প্রাণ দিলেন বাবা
ভারতের গুজরাটে দুই কন্যা ও এক ছেলেকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছে এক বাবা। রোববার (৩১ ডিসেম্বর) গুজরাটের বোটাড জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
গুজরাটের ভাবনগর থেকে গান্ধীধামগামী একটি যাত্রীবাহী ট্রেনের সামনে লাফিয়ে তিন সন্তাসহ প্রাণ দিয়েছেন এক বাবা। প্রতীকী ছবি
রেলওয়ে সুরক্ষা বাহিনীর সাব ইন্সপেক্টর ভিএস গোলে জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় নিঙ্গালা এবং আলমপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি জায়গায় এ ঘটনা ঘটে।
ভিএস গোলে বলেন, আত্মহত্যার উদ্দেশে ওই চারজন ভাবনগর থেকে গান্ধীধামগামী একটি যাত্রীবাহী ট্রেনের সামনে লাফ দিয়েছিল। পরে রেল লাইনের পাশ থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত ওই ব্যক্তির নাম মাঙ্গাভাই বিজুদা (৪২)। এক আত্মীয়ের সঙ্গে ঝগড়া করে তাকে হত্যাচেষ্টার অভিযোগে বিজুদা গ্রেফতার হয়েছিলেন। পরে তিনি জামিনে ছাড়া পান। এছাড়াও নিহত বাকি তিন ছেলে-মেয়ে হলেন: সোনম (১৭), রেখা (২১) এবং ছেলে জিগনেশ (১৯)। তারা ওই জেলার নানা সাখপার গ্রামের বাসিন্দা ছিলেন।
আরও পড়ুন: নতুন বছর উদ্যাপন /‘পার্টি করতে গিয়ে’ বহুতল ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
ময়নাতদন্তের জন্য মরদেহগুলো হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া তারা কী কারণে এই পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
Tag: English News lid news others world
No comments: