নেতানিয়াহুর বিচারিক সংস্কার বাতিল করল সুপ্রিম কোর্ট
ইসরাইলের বিতর্কিত বিচারিক সংস্কার বাতিল করেছে দেশটির সুপ্রিম কোর্ট। বিতর্কিত এই বিচারিক সংস্কারের পরিকল্পনার কারণে গত বছর নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ইসরাইলজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। ওই সংস্কার পরিকল্পনায় সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানোর পদক্ষেপ নেয়া হয়েছিল।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি
রোববার (২ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু সরকার ইসরাইলের বিচার ব্যবস্থাকে সংশোধন এবং সুপ্রিম কোর্টকে দুর্বল করতে গত বছরের শুরুতেই একটি পরিকল্পনা উন্মোচন করে। এসব সংস্কার বাস্তবায়ন হলে ইসরাইলের পার্লামেন্টের পক্ষে সুপ্রিম কোর্টের রায়গুলোকে বাতিল করা সহজ হতো।
সমালোচকরা বলেন, এটি বিচার ব্যবস্থাকে দুর্বল করে দেশের গণতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। বর্তমান নেতানিয়াহু সরকারকে ইসরাইলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থি সরকার হিসেবে দেখা হয়।
আরও পড়ুন: বিশ্লেষণ /ইসরাইলে বিচার বিভাগ সংস্কার নিয়ে কেন এত বিক্ষোভ?
গত বছরের জুলাই মাসে সরকার আইনটি পাস করে। আইনটি ইসরাইলে ব্যাপক ক্ষোভ ও বিভাজন সৃষ্টি করে। টানা কয়েক মাসের বিক্ষোভের পর ২০২৩ সালে সরকারের গৃহীত এই আইনটি বাতিল করার জন্য সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত সামনে এলো।
Tag: English News Featured world
No comments: