সংকট সমাধানে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায়
সংকট সমাধানে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। যদিও চলমান হামাস-ইসরাইল কিংবা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে তার দেশ কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি।
বুধবার (১৭ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত 'ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম'-এর সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি: সংগৃহীত
বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন বৈশ্বিক যে কোনো সংঘাত বন্ধের পরিবর্তে তা টিকিয়ে রেখে নিজেদের স্বার্থ উদ্ধারে বেশি তৎপর।
বিশ্বে যেখানেই সংঘাত সেখানেই হাজির যুক্তরাষ্ট্র। প্ররোচনা, অস্ত্র সরবরাহ, উসকানি কিংবা মধ্যস্থতাকারীর ভূমিকা নেয় দেশটি। সঙ্গে থাকে তাদের পশ্চিম মিত্র যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের দেশগুলো।
যদিও বর্তমান বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় পশ্চিমাদের এমন কার্যক্রম সমালোচনার মুখে পড়ছে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা, লাতিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যুক্তরাষ্ট্রকে বয়কেটর ডাকও জোরালো হচ্ছে।
আরও পড়ুন: শক্তিশালী ১০ মুদ্রার তালিকায় তলানিতে মার্কিন ডলার?
এরপরও বিশ্বের বিভিন্ন দেশ তাদের যেকোনো সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ও নেতৃত্ব চায় বলে দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের।
বুধবার (১৭ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত 'ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম'-এর সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, ভূ-রাজনৈতিক, জলবায়ু কিংবা প্রযুক্তি সব বিষয়েই যুক্তরাষ্ট্রের উপস্থিতি প্রয়োজন।
এছাড়া দেশগুলো পরস্পরের মধ্যে সমস্যা সমাধানে মার্কিন কূটনৈতিক উপস্থিতি প্রত্যাশা করে বলেও জানান ব্লিঙ্কেন। যদিও এসময় মধ্যপ্রাচ্যে চলমান ইসরাইল-হামাস সংঘাত ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কার্যকর কোনো উদ্যোগের কথা জানাতে পারেননি তিনি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র যেন ‘ডিপ ফ্রিজ’, এক সপ্তাহে ৩৩ জনের মৃত্যু
উল্টো নিকট ভবিষ্যতে এসবের কোনো সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন ব্লিঙ্কেন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র আদতে বৈশ্বিক যে কোনো সংঘাত বন্ধের পরিবর্তে তা টিকিয়ে রেখে নিজেদের স্বার্থ উদ্ধারেই কাজ করে।
Tag: English News lid news others world
No comments: