ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন।
ইন্দোনেশিয়ায় পরিবহন দুর্ঘটনা অস্বাভাবিক কিছু নয়। ছবি: সংগৃহীত
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার (৫ জানুয়ারি) পশ্চিম জাভা প্রদেশের সিকালংকায় ধান ক্ষেতের পাশে স্থানীয় সময় ভোর ৬টার এই দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় ট্রেনের অনেক বগি উল্টে গেছে।
রেলওয়ে অপারেটর পিটি কেএআইয়ের মুখপাত্র আয়েন হানেপি বলেন, নিহতদের মধ্যে একজনকে শনাক্ত করা গেছে। তিনি তুরাঙ্গা ট্রেনের কর্মী ছিলেন। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন: ই-সিগারেটের ওপর আরও ১০ শতাংশ কর আরোপ করছে ইন্দোনেশিয়া
তিনি আরও বলেন, আন্তঃনগর তুরাঙ্গা ট্রেন ও লোকাল ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। তুরাঙ্গা পূর্ব জাভার সুরাবায়া থেকে ২৮৭ জন যাত্রী নিয়ে বান্দুং শহরের দিকে যাচ্ছিল। আর লোকাল ট্রেনের যাত্রী ছিলেন ১৯১ জন।
জাভা পুলিশের মুখপাত্র ইব্রাহিম টম্পো জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া সকল যাত্রীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে।
আরও পড়ুন: রোহিঙ্গাদের বহনকারী নৌকা ফিরিয়ে দিলো ইন্দোনেশিয়ার নৌবাহিনী
ইন্দোনেশিয়ায় পরিবহন দুর্ঘটনা অস্বাভাবিক কিছু নয়। মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটে। ২০১৫ সালে রাজধানী জাকার্তায় লেভেল ক্রসিংয়ের সময় ট্রেন ও মিনিবাস সংঘর্ষে ১৬ জন প্রাণ হারিয়েছিলেন।
Tag: English News lid news others world
No comments: