হুতিদের হামলার শিকার জাহাজে বাংলাদেশের নাবিক
ইয়েমেনের এডেন উপসাগরে বিদ্রোহী গোষ্ঠী হুতির ক্ষেপণাস্ত্র হামলার শিকার জাহাজে ভারতীয় ২২ নাবিকের পাশাপাশি এক বাংলাদেশি নাবিকও রয়েছেন। তাদের উদ্ধারে এরই মধ্যে অভিযান শুরু করেছে ভারতের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। খবর এনডিটিভির।
বিবিসির প্রতিবেদন মতে, শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় এডেন উপসাগরে মার্লিন লুয়ান্ডা নামের তেল ট্যাংকারটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা। হামলার পর ট্যাংকারে আগুন ধরে যায়। সেই আগুন এখনও জ্বলছে বলে খবরে জানানো হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) ভারতীয় নৌবাহিনীর বরাতে এনডিটিভি জানিয়েছে, হামলার শিকার জাহাজটি থেকে সাহায্যের আবেদনে সাড়া দিয়েছে ভারতের নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। প্রতিবেদন মতে, জাহাজটিতে ২২ জন ভারতীয় এবং একজন বাংলাদেশি নাবিক রয়েছেন।
আরও পড়ুন: ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তম এখন হামলার শিকার জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে,
সমুদ্রে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের জীবনের নিরাপত্তায় ভারতীয় নৌবাহিনী দৃঢ় প্রতিশ্রুতিব্ধ।
ফিলিস্তিনের গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের প্রেক্ষিতে পুরো মধ্যপ্রাচ্য উত্তাল। অনিরাপদ হয়ে উঠেছে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ এডেন উপসাগর ও লোহিত সাগর। গুরুত্বপূর্ণ এই জলপথে ইসরাইলি ও ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট পশ্চিমা জাহাজগুলোতে নিয়মিত হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী।
আরও পড়ুন: এডেন উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় তেলবাহী ট্যাংকারে আগুন
গোষ্ঠীটি বলছে, গাজায় ইসরাইলের আগ্রাসনের জবাবে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে এই হামলা চালাচ্ছে তারা। জবাবে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট গত কয়েক সপ্তাহ ধরে ইয়েমেনে হুতি অবস্থানে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। কিন্তু কোনোভাবেই থামানো যায়নি হুতিদের।
সবশেষ শুক্রবার এডেন উপসাগরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেলের ট্যাংকার মার্লিন লুয়ান্ডা হুতির ক্ষেপণাস্ত্র হামলার শিকার হলো। এর আগে গত সপ্তাহে (১৮ জানুয়ারী) এডেন উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালানো হয়।
ওই জাহাজটিতেও বেশ কয়েকজন ভারতীয় নাবিক ছিলেন। হামলার পর জাহাজটি থেকে সাহায্যের আবেদন করা হলে তাতে সাড়া দেয় ভারতের যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তম।
Tag: English News world
No comments: