চীনে ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ২৫, নিখোঁজ ২৪
চীনের ইউনান প্রদেশে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া, এতে এখন পর্যন্ত ২৪ জন নিখোঁজ রয়েছেন।
ভূমিধসে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং মৃতের সংখ্যা কমাতে সংশ্লিষ্টদের তৎপর থাকার নির্দেশ দেয়া হয়েছে। ছবি: সংগৃহীত
সোমবার (২২ জানুয়ারি) ভোরের আলো ফোটার আগেই শুরু হয় ভূমিধস। কিছু বুঝে ওঠার আগেই চাপা পড়ে মারা যান অনেকে। উদ্ধারকর্মীরা বেশিরভাগ মানুষকে সরিয়ে নিলেও, এখনো খোঁজ মেলেনি প্রায় অর্ধশতাধিকের। এমনটাই জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি।
তবে তীব্র শীতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। পাহাড়ি এলাকার গ্রাম দুটি একসময় চীনের দরিদ্র অঞ্চলগুলোর অন্যতম ছিল।
এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং মৃতের সংখ্যা কমাতে সংশ্লিষ্টদের তৎপর থাকার নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়া ওই অঞ্চলে জারি করা হয়েছে দুর্যোগ সতর্কতা।
আরও পড়ুন: চীনে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও
এদিকে চীনের আবহাওয়া বিভাগ জানায়, গোটা সপ্তাহ জুড়ে দেশটির বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা নেমে গেছে। যে কারণে ট্রেনও বাতিল করা হয়।
অন্যদিকে, এমন পরিস্থিতির মধ্যেই চীনের দক্ষিণাঞ্চলের জিনজিয়াংয়ে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এ কম্পনের তীব্রতা এত বেশি ছিল যে এতে দিল্লিসহ উত্তর ভারতের একাংশ কেঁপে ওঠে।
সোমবার (২২ জানুয়ারি) রাত ১১টা ৩৯ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
Tag: English News politics world
No comments: