Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » নতুন বছর শুরুর ভাষণে সিংহাসন ছাড়ার ঘোষণা ডেনমার্কের রানির




নতুন বছর শুরুর ভাষণে সিংহাসন ছাড়ার ঘোষণা ডেনমার্কের রানির সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই সিংহাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটা। টেলিভিশনের পর্দায় নতুন বছর শুরুর ভাষণ দিতে গিয়ে সিংহাসন ছাড়ার কথা জানান তিনি। সিংহাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটা। ছবি: সংগৃহীত এক প্রতিবেদনে এ খবর জানিয়ে

ছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। জানা গেছে, আগামী ১৪ জানুয়ারি রানি দ্বিতীয় মার্গারেটা সিংহাসন ছাড়বেন। রানি হওয়ার ৫২ বছর পর দায়িত্ব ছাড়ছেন তিনি। ঘোষণায় রানি বলেন, আমি আমার ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডেরিককে সিংহাসন দিয়ে যাচ্ছি। ডেনমার্কের ইতিহাসে ৮৩ বছর বয়সী মার্গারেটাই সবচেয়ে বেশিদিন দায়িত্বে থাকা রানি। ১৯৭২ সালের ১৪ জানুয়ারি তিনি দেশ শাসনের দায়িত্ব নিয়েছিলেন। তখন তার বয়স ছিল মাত্র ৩১ বছর। আরও পড়ুন: ইসরাইলের জন্য ‘দরদ’: পশ্চিমা মিডিয়াকে এক হাত নিলেন জর্ডানের রানি ২০২৩ সালের শুরুর দিকে পিঠে অস্ত্রোপচার হওয়ার পরই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ভাষণে জানিয়েছেন রানি। তিনি বলেন, অস্ত্রোপচার থেকে স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ নিয়ে এই চিন্তা মাথায় এসেছে যে, আগামী প্রজন্মের কাছে দায়িত্ব ছেড়ে দেয়ার সময় হয়ে এসেছে কিনা। আমি সিদ্ধান্ত নিয়েছি, এখনই সঠিক সময়। এতবছর ধরে রানি হিসেবে তাকে সমর্থন দিয়ে আসার জন্য ড্যানিশ জনগণকে ধন্যবাদ জানান রানি দ্বিতীয় মার্গারেটা। এদিকে, ব্রিটিশ রানি এলিজাবেথের মৃত্যুর পর রাজা হিসেবে তার বড় ছেলে চার্লসের যে জমকালো রাজ্যাভিষেক হয়েছিল, ডেনমার্কের রানির ছেলের ক্ষেত্রে তেমন আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হবে না বলে জানা গেছে। ৫৫ বছর বয়সী ক্রাউন প্রিন্স ফ্রেডেরিকের সিংহাসনে আরোহণের ঘোষণা দেয়া হবে কোপেনহেগেনের রাজপ্রাসাদ থেকে। রানি মার্গারেটার জায়গায় তিনি ডেনমার্কের রাজা এবং দেশের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply