উত্তেজনার মধ্যে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার
পীতসাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দুইদিন পর আবারও একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূলে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।
এই উৎক্ষেপণের বিষয়টি নিয়ে তদন্ত করছেন দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দারা। ছবি: সংগৃহীত
এই উৎক্ষেপণের বিষয়টি নিয়ে তদন্ত করছেন দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দারা। ছবি: সংগৃহীত
বিবিসি জানিয়েছে রোববার (২৮ জানুয়ারি) সিনপো বন্দরের কাছে ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্রের সংখ্যা বা ধরন এখনও স্পষ্ট নয়।
গত কয়েক মাসে পারমাণবিক অস্ত্রধারী দেশটি বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এর ফলে আঞ্চলিক উত্তেজনা বেড়ে গেছে।
আরও পড়ুন: উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ৩ দেশ: রুশ পররাষ্ট্রমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেন, স্থানীয় সময় সকাল ৮টায় উত্তর কোরিয়ার সিনপো এলাকায় বেশ কয়েকটি অজ্ঞাত ক্রুজ ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে।
এতে আরও বলা হয়, এই উৎক্ষেপণের বিষয়টি নিয়ে তদন্ত করছেন দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দারা। এছাড়া উত্তর কোরিয়ার গতিবিধি ও কার্যকলাপ পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর আগে বুধবার (২৪ জানুয়ারি) উত্তর কোরিয়া পুলহওয়াসল-৩-৩১ নামে একটি নতুন কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
আরও পড়ুন: পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর প্রধান এক বিবৃতিতে বলেন, ‘ইয়েলো সাগরের’ দিকে উত্তর কোরিয়ার ছোঁড়া বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। স্থানীয় সময় সকাল ৭টার দিকে উত্তর কোরিয়া দেশটির পশ্চিম উপকূল থেকে এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বলেও জানান তিনি।
এছাড়া কয়েকদিন আগেই ডুবো পারমাণবিক অস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় এই অস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশ।
No comments: