ভুটানের রাজপরিবারের ভিটেমাটিও আত্মসাতের যোগাড় চীনের
প্রতিবেশী দেশ ভুটানের জমি দখল অব্যাহত রেখেছে চীন। এবার দখল করা হচ্ছে উত্তর-পূর্ব ভূটানের বেউল খেনপাজং অঞ্চলের বেশ কিছু এলাকা। নদী উপত্যকা বরাবর টাউন নির্মাণ করা হচ্ছে। সাংস্কৃতিক ও ঐতিহ্যগতভাবে অত্যন্ত সমৃদ্ধ এই এলাকায় ভূটানের রাজপরিবারে ভিটেও রয়েছে।
মাক্সার টেনকোলজিসের তোলা এসব চিত্রে দেখা গেছে, ২০২১ সালেও উপত্যকার যে যে অংশ ফাঁকা ছিল, ২০২৩ সালে সেখানে গড়ে উঠেছে ইমারত। ছবি: সংগৃহীত
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পক্ষ থেকে ভুটানের জমি দখলের স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে। যেসব চিত্র মাত্র এক মাসেরও কম সময় আগে তোলা হয়েছে।
ভারতের দার্জিলিংয়ের উত্তরে চীনের সীমান্তে ভুটানের অবস্থান। মাত্র ৩৮ হাজার বর্গ কিলোমিটারের এই পাহাড়ি দেশটির ক্রমে চীনের গ্রাসে চলে যাচ্ছে। এনডিটিভির প্রতিবেদন মতে, সম্প্রতি ভুটানের জাকারলুং উপত্যকার বেশ কিছু উপগ্রহচিত্র প্রকাশ্যে এসেছে।
Tag: English News Featured world
No comments: