Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » অবশেষ সেই সঙ্গীকে বিয়ে করলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা




অবশেষ সেই সঙ্গীকে বিয়ে করলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা। ছবি: ডেইলি মেইল ২০১৯ সালের মে মাসে বাগদান সেরেছিলেন ৪৩ বছর বয়সি জেসিন্দা আর্ডার্ন এবং ৪৭ বছরের গেফোর্ড। কথা ছিল ২০২২ সালের প্রথম দিকে বিয়ে সেরে ফেলবেন তারা। কিন্তু করোনার মহামারি ঠেকাতে ‘গো হার্ড, গো আর্লি’ নীতি গ্রহণ করেছিল নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের সরকার। এ কারণে দেশটিতে করোনায় ভাইরাসজনিত মৃত্যুর হার অনেক কম ছিল। যাই হোক, ওই নীতির কারণে বিয়ের অনুষ্ঠানটি বাতিল করেন তারা। অবশেষে সেই কাজ সেরে ফেললেন জেসিন্দা ও গেফোর্ড। ২০১৭ থেকে গত বছরের জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে বামপন্থী রাজনীতি এবং নেতৃত্ব প্রদান করে বিশ্বব্যাপী আইকনে পরিণত হন জেসিন্দা। এমনকি জাতিসংঘের সাধারণ সভায় নিজের একরত্তি মেয়েকে নিয়ে অংশ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরের শিরোনামে উঠে এসেছিলেন। আরব নিউজ জানিয়েছে, রাজধানী ওয়েলিংটন থেকে প্রায় ৩১০ কিলোমিটার উত্তরে নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের পূর্ব উপকূলে ক্র্যাগি রেঞ্জ ওয়াইনারিতে হকের বে-তে বিয়ের আসর বসেছিল। আর্ডার্নের একজন মুখপাত্র ই-মেইলের মাধ্যমে এখবর জানিয়েছেন। অফিসিয়াল ফটোতে দেখা গেছে, বিয়ের দিন আর্ডার্ন একটি সাদা হল্টার নেক ড্রেস পরেছিলেন। যেখানে গেফোর্ড একটি কালো স্যুট পরেছিলেন। নিউজ সাইট স্টাফ জানিয়েছে, তারা প্রায় ৫০ থেকে ৭৫ জন অতিথির সামনে গাঁটছড়া বাঁধেন। নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, অতিথিদের মধ্যে ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স এবং বর্তমান বিরোধীদলীয় নেতা। আর্ডার্ন গত ছয় মাস ধরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তিনটি ফেলোশিপ নিচ্ছেন। তিনি প্রিন্স উইলিয়ামের আর্থশট পুরস্কারের একজন ট্রাস্টি এবং ক্রাইস্টচার্চ কলের জন্য একজন বিশেষ দূত- (এটি এমন একটি নেটওয়ার্ক যা "অনলাইনে সন্ত্রাসী এবং সহিংস চরমপন্থী বিষয়বস্তু নির্মূল করতে চায়) এটি মুসলমানদের লক্ষ্য করে একটি গণহত্যার পরে স্থাপন করা হয়েছিল, যার জন্য আর্ডার্নের সহানুভূতিশীল প্রতিক্রিয়া সাধুবাদ পায়। পার্লামেন্টে তার শেষ বক্তৃতায়, আর্ডার্ন নিউজিল্যান্ডের টেলিভিশন উপস্থাপক গেফোর্ডকে বলেছিলেন, ‘চলো এবার আমরা বিয়ে করি।’ এই দম্পতির মেয়ে নেভের বয়স এখন পাঁচ বছর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply