বিয়ের পর সৌরভের ভিডিও ফাঁস করলেন দর্শনা
ছবি : দর্শনা বণিকের ফেসবুক পেজ থেকে নেওয়া
গেল বছরের শেষের দিকে বেশ ঘটা করে করে গাঁটছড়া বেঁধেছেন টলিউডের অভিনেতা মন্টু পাইলট খ্যাত সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিক। আর দাম্পত্য জীবনের এক মাস শেষ না হতেই এলো সৌরভের জন্মদিন। এদিন সামাজিক পাতায় স্বামীর একটি ভিডিও ফাঁস করলেন দর্শনা।
প্রকৃতপক্ষে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন দর্শনা। সেখানে স্যান্ডো গেঞ্জি আর শর্টস পরে নাচতে দেখা গেছে সৌরভকে। এ ছাড়া সৌরভের সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্তের কোলাজ রয়েছে। একসঙ্গে সময় কাটানো, বেড়াতে যাওয়া থেকে শুরু করে সৌরভের গান গাওয়ার ভিডিও-ও রয়েছে
No comments: