সংঘাতের আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
ইয়েমেনে আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। হুতি বিদ্রোহীদের অন্তত ৮টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। এতে গোষ্ঠীটির ভূগর্ভস্থ স্থাপনা, ক্ষেপণাস্ত্র এবং নজরদারি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেছে দুই দেশ। এদিকে হামলা চালানোর আগে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেন বাইডেন-সুনাক।
লোহিত সাগরে থাকা মার্কিন রণতরী ‘ইউএসএস আইজেনহাওয়ার’ থেকে যুদ্ধবিমানগুলো ইয়েমেনে হামলায় অংশ নেয়। ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যখন আঞ্চলিক বিভিন্ন শক্তির মধ্যে যুদ্ধ চলছে ঠিক তখনই সংঘাতের আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য। আন্তর্জাতিক সব আইন আর সংস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বারবার ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে তারা।
সোমবার (২২ জানুয়ারি) ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে একযোগে বিমান হামলা চালিয়েছে এ দুই দেশ। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। লোহিত সাগরে উত্তেজনা কমিয়ে ‘স্থিতিশীলতা’ আনতে এ হামলা চালানো হয় বলেও যৌথ বিবৃতিতে জানিয়েছে তারা। এ নিয়ে গেল ১০ দিনে আটবার ইয়েমেন ভূখণ্ডে আগ্রাসন চালালো যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: ইসরাইলি সেনাদের ওপর ধসে পড়ল ভবন, নিহত ২৪
লোহিত সাগরে থাকা মার্কিন রণতরী ‘ইউএসএস আইজেনহাওয়ার’ থেকে যুদ্ধবিমানগুলো হামলায় অংশ নেয়। এতে হুতি বিদ্রোহীদের ভূগর্ভস্থ স্থাপনা, ক্ষেপণাস্ত্র এবং নজরদারি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এদিকে এ হামলায় সহায়তা দিয়েছে অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশ।
এদিকে, নতুন করে হামলা চালানোর ঠিক কয়েক ঘণ্টা আগে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এতে মধ্যপ্রাচ্যে বাণিজ্য জাহাজে ইরান সমর্থিন বিভিন্ন সশস্ত্রগোষ্ঠীর হামলার বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছে হোয়াইট হাউস।
আরও পড়ুন: গাজায় ২ মাস যুদ্ধবিরতির প্রস্তাব ইসরাইলের
ফিলিস্তিনের গাজায় বর্বরতার জেরে লোহিত সাগরের ইসরাইলি বা ইসরাইল সম্পর্কিত বিভিন্ন জাহাজে হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা। সম্প্রতি তাদের এ হামলার লক্ষ্যবস্তুতে যোগ হয়েছে ইসরাইলের পরম মিত্র যুক্তরাষ্ট্রও।
Tag: English News politics world
No comments: