জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
জাপানের উত্তর-মধ্যাঞ্চলীয় এলাকায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা।
জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রতীকী ছবি
সোমবার (১ জানুয়ারি) দেশটিতে এই ভূকম্পন অনুভূত হয়। দেশটির পাবলিক ব্রডকাস্টার এনএইচকে বিষয়টি নিশ্চিত করেছে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার জাপানের উত্তর-মধ্যাঞ্চলীয় এলাকায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর দেশটির ইশিকাওয়া, নিগাটা এবং তোয়ামার উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা।
এনএইচকে টিভি সতর্ক করে দিয়ে বলেছে, পানির স্রোত ৫ মিটার (১৬.৫ ফুট) পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে এবং জনগণকে যত দ্রুত সম্ভব উঁচু ভূমি বা নিকটবর্তী ভবনের চূড়ায় চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন :শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
এনএইচকে আরও জানিয়েছে, ইশিকাওয়ার ওয়াজিমা শহরের উপকূলে এক মিটারেরও বেশি উচ্চতার ঢেউ আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দেশটির হোকুরিকু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, তারা তাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো অনিয়ম আছে কিনা তা খতিয়ে দেখছে।
Tag: English News lid news world
No comments: