Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » গাড়িতে সিংহ নিয়ে সমুদ্র সৈকতে থাই নারী, তারপর যা ঘটলো




থাইল্যান্ডে গাড়ির পেছনে সিংহ শাবক নিয়ে রাস্তায় ঘুরতে বেরিয়েছিলেন দেশটির এক নারী। সেই ঘোরাঘুরির দৃশ্য টিকটকেও আপলোড করেছিলেন তিনি। এতেই বিপাকে পড়েছেন সোয়াংজিত কুসুংনার্ন নামের ওই নারী। পাতায়া সমুদ্র সৈকতে সিংহ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এক থাই নারী। ছবি: সংগহীত পাতায়া সমুদ্র সৈকতে সিংহ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এক থাই নারী। ছবি: সংগহীত বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে থাইল্যান্ডে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ছাউনিবিহীন একটি গাড়িতে করে পাতায়া সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন সোয়াংজিত। গাড়িটি তিনি নিজেই চালাচ্ছিলেন। আর সেই গাড়ির পেছনের আসনে একটি সিংহ শাবক। সিংহ শাবকটির গলায় পরানো ফ্লুরোসেন্ট কলারবেল্ট যা স্পষ্ট দেখা যাচ্ছে। এ থেকে ধারণা করা হয়, শাবকটি তার পোষা। মাঝে মাঝে গাড়ির বাইরে ঘাড় বের করে আশপাশ দেখছিল সে। ভিডিওটি টিকটকে পোস্ট করার পর অনেক থাই নাগরিক যেমন বিস্ময় ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তেমনি ক্ষোভও জানিয়েছেন অনেকে। আরও পড়ুন: গাঁজার ‘বিনোদনমূলক ব্যবহার’ নিষিদ্ধ করছে থাইল্যান্ড এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি অনুসন্ধান শুরু করে পুলিশ এবং এক পর্যায়ে সোয়াংজিতকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোয়াংজিত জানিয়েছেন, এই সিংহের বাচ্চাটি তার পোষা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply