মেনে নেয়নি পরিবার, পালিয়ে বিয়ে করলেন দুই তরুণী
মোবাইল ফোনের সূত্র ধরে দুই তরুণীর প্রথম আলাপ হয়। ধীরে ধীরে সেই আলাপ বেশ গাঢ় হতে থাকে। দু’জন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কিন্তু বিষয়টি মেনে নেয়নি তাদের পরিবার। এরপর পরিবারের মতের বিরুদ্ধে গিয়েই বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নেন ওই দুই তরুণী।
ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মালদহে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পপি ও প্রতিমা নামে ওই দুই তরুণীই নিজেদের প্রাপ্তবয়স্ক বলে দাবি করেছেন। আর পরিবারের মত না থাকায় নিজেদের ইচ্ছাতেই দীর্ঘদিনের সম্পর্ককে পূর্ণতার রূপ দিয়েছেন তারা।
আরও পড়ুন: নারী থেকে পুরুষ হতে গিয়ে জানলেন তিনি অন্তঃসত্ত্বা!
জানা গেছে, মালদহের ইংরেজবাজার শহরের মেডিক্যাল কলেজ সংলগ্ন হ্যান্টা কালীবাড়ি মন্দিরে দু’জনে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন। হয়েছে মালাবদল-সিঁদুরদান।
এই ঘটনার সাক্ষী হিসেবে ওই এলাকায় অসংখ্য মানুষ ভিড় জমান।
আরও পড়ুন: সরকারি কর্মীর বাড়িতে হানা দিয়ে হতবাক পুলিশ, যা যা মিলল
তবে এই বিয়ের ঘটনা ঘিরে মালদহে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
No comments: