Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » রাশিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর হামলা জেলেনস্কির নির্দেশে!




রাশিয়ার বেলগোরদ শহরের বেসামরিক নাগরিকদের ওপর রকেট হামলা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নির্দেশে। এমন দাবি করেছে মস্কো। রাশিয়ার বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলা। ছবি:সংগৃহীত গত শনিবার (৩০ ডিসেম্বর) রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরদ শহরে ভয়াবহ হামলায় অন্তত ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হন। আহত হন আরও ১০০। মস্কোর নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা আরটি জানিয়েছে, ইউক্রেনের সামরিক গোয়েন্দা (জিইউআর) প্রধান কিরিল বুদানভকে এই অভিযানের দায়িত্ব দেন জেলেনস্কি নিজেই। বুদানভ রাশিয়ার বেসামরিক নাগরিকদের ওপর চালানো শতাধিক সন্ত্রাসী হামলার চারজন মাস্টারমাইন্ডের একজন। গত অক্টোবরেই বুদানভ সম্পর্কে এমন তথ্য পাওয়া যায় বলে দাবি করেছে রাশিয়ার গোয়েন্দা শাখা। শুধু তাই নয়, সন্ত্রাসবাদের মামলায় তাকে গ্রেফতার নির্দেশও দেন মস্কো ডিস্ট্রিক্ট কোর্ট। এদিকে ২০২২ সালের অক্টোবরে ক্রিমিয়ার ব্রিজে বোমা হামলার ঘটনায় বুদানভ অন্যতম মাস্টারমাইন্ড বলে দাবি করেছে রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিস। আরও পড়ুন:ইউক্রেন যুদ্ধ / পাল্টাপাল্টি হামলা দিয়ে শুরু নতুন বছর গত শনিবার বেলগোরদে যে হামলা তা চালিয়েছে ইউক্রেনের ক্রাকেন রেজিমেন্ট। যে ইউনিটটি কয়েকটি দলের সদস্যদের নিয়ে গঠিত। এর মধ্যে ইউক্রেনের অতিজাতীয়তাবাদী দল, দ্য আজভ রেজিমেন্ট ও অন্যান্য নিওনাজি যোদ্ধারাও আছেন। এই ইউনিটটি ইউক্রেনের সামরিক গোয়েন্দা শাখার (জিইউআর) নেতৃত্বাধীন হওয়ায় বুদানভের নেতৃত্বেই হামলা চালিয়েছে ক্রাকেন। বেলগোরদে হামলার কমান্ডার ছিলেন উগ্রজাতীয়তাবাদী সের্গেই ভিলিঞ্চকো। বেলগোরদে হামলার প্রতিক্রিয়ায় পরদিন রোববার (৩১ ডিসেম্বর) ইউক্রেনের কয়েক শহরে বিভিন্ন সামরিক স্থাপনা, অফিস ও পর্যালোচনা সেন্টার লক্ষ্য করে কয়েকদফা বোমা হামলা চালায় রাশিয়া।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply