বিপিএলের পিচ ব্যাটিং বান্ধব করতে চায় বিসিবি
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঘিরে অভিযোগের শেষ নেই—মাঠে ক্রিকেটারদের জন্য কিছু থাকে না; না ব্যাটিং, না বোলিং—ঠিকমতো কোনোকিছুই হয় না ইত্যাদি। এদিকে আবার ক্রিকেটারদেরও দেখা যায় না সামর্থ অনুযায়ী নিজেদের মেলে ধরতে। তারপরও এই মাঠেই অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিংহভাগ ম্যাচ। এবার তাই অভিযোগের খাতা থেকে বেরিয়ে আসতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা নিয়েছে নানা উদ্যোগ। বলেছে—লিগের পিচ তারা এবার ব্যাটিং বান্ধব করতে চায়।
এবারের বিপিএল শুরু হবে আগামী ১৯ জানুয়ারি থেকে। দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে ঘিরে দর্শকের আগ্রহ থাকলেও ঢাকার মাঠে তা কমে আসে। কারণ, মিরপুরের উইকেট। চলতি বছর জুনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিপিএলটা তাই গুরুত্বপূর্ণ দেশের ক্রিকেটারদের জন্য। টি-টোয়েন্টি মানেই রানের ফোয়ারা। সেটি বিবেচনায় রেখে মিরপুরসহ বিপিএলের বাকি ভেন্যুগুলোর পিচ ব্যাটিংবান্ধব করার পরিকল্পনা নিয়েছে বিসিবি।
বিসিবির প্রধান পিচ কিউরেটর গামিনি ডি সিলভা ও গ্রাউন্ডস কমিটির সঙ্গে আজ বুধবার (৩ জানুয়ারি) বৈঠক করেছে বিপিএলের টেকনিক্যাল কমিটি। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান।
রকিবুল হাসান বলেন, ‘আমরা কিউরেটরদের নিয়ে, ভেন্যু ম্যানেজারদের নিয়ে বৈঠক করেছি। তাদের বোঝানোর চেষ্টা করেছি, যেন বিপিএলের উইকেটগুলো ব্যাটিংবান্ধব হয়। মাঠে যেন রান হয়, সেদিকে নজর রেখে উইকেটগুলো তৈরি করা হয়।’
বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম। তিনি বলেন, ‘আমরা আগামী বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা করছি। আইসিসি যে ধরণের উইকেট তৈরি করে, চেষ্টা করব তেমন উইকেট তৈরি করার।’
Tag: English News games politics
No comments: