দায়িত্ব ছাড়ছেন জাভি, বার্সেলোনার পরবর্তী কোচ কে
গত মৌসুমে লিগ জিতলেও এবার প্রতিযোগিতা করতে পারছে না বার্সেলোনা। ভিয়ারিয়ালের বিপক্ষে হারের পর লিগ লিডার রিয়াল মাদ্রিদের (২১ ম্যাচে ৫৪ পয়েন্ট) চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে তারা। ভিয়ারিয়ালের বিপক্ষে কাতালান ক্লাবটি হেরেছেও বড় ব্যবধানে। বিধ্বস্ত হওয়ার পর কোচিং ছাড়ার ঘোষণা দিয়েছেন জাভি হার্নান্দেজ।
রাফা মারকেজ, থিয়াগো মট্টা ও মিগুয়েল মাইকেল (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত
শনিবার (২৭ জানুয়ারি) ভিয়ারিয়ালের বিপক্ষে ৫-৩ গোলের বড় ব্যবধানে হেরেছে বার্সেলোনা। ১৯৬৩ সালের পর এই প্রথম ঘরের মাঠে পাঁচ গোল হজম করেছে কাতালানরা। এই হারের পর থামার কথা ভাবছেন জাভি। জুনে মৌসুম শেষেই বার্সেলোনার কোচের দায়িত্ব ছেড়ে দিবেন তিনি। ৩০ জুনই ক্লাবে তার শেষ দিন বলে নিশ্চিত করেছেন।
দায়িত্ব ছাড়ার ঘোষণায় জাভি বলেন, ‘আমি জুনে বার্সেলোনা ছাড়ছি। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে ফেরা যায় না। এটাই পরিবর্তনের উপযুক্ত সময়। একজন কিউল হিসেবে আমি মনে করি, এটাই ক্লাব ছাড়ার সময়। শনিবার বোর্ড ও ক্লাবের সঙ্গে কথা বলেছি। আমি ৩০ জুন দায়িত্ব ছাড়ছি।’
আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে পরিবার রেখে বিপিএলে গ্রিশিন
২০১৯ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে কাতারি ক্লাব আল সাদের কোচের দায়িত্ব গ্রহণ করেন জাভি। ২০২১ সাল পর্যন্ত ক্লাবটির কোচের পদে থাকেন তিনি। ২০২১ সালে বার্সেলোনার কোচ হিসেবে রোনাল্ড ক্যোমান বরখাস্ত হলে অন্তর্বর্তী কোচের দায়িত্ব নেন তিনি। এরপর অবশ্য পূর্ণ মেয়াদে দায়িত্ব গ্রহণ করে ২০২২-২৩ মৌসুমে বার্সেলোনাকে লিগ শিরোপা এনে দেন। সেই জাভিই এবার ছেড়ে যাচ্ছেন বার্সাকে।
জাভির পর কে হচ্ছেন বার্সেলোনার কোচ? তালিকায় আছে বেশ কয়েকজনের নাম। এরমধ্যে আছেন বার্সার সাবেক ফুটবলার রাফা মারকেজ, থিয়াগো মট্টা, জিরোনার কোচ মিগুয়েল মাইকেল এবং মার্সেলো গ্যালার্ডো।
আরও পড়ুন: চতুর্থ স্তরের ক্লাবের বিপক্ষে নামছে ইউনাইটেড
রাফা মারকেজ এখন বার্সেলোনা ‘বি’ দলের সঙ্গে রয়েছেন। সিনিয়র দলের কোচ হওয়ার সম্ভাবনা তারই বেশি। ক্লাবটির আরেক সাবেক প্লেয়ার মট্টা আছেন ইতালিয়ান ক্লাব বলোগনার দায়িত্বে। বার্সায় চাকরির প্রস্তাব পেলে তিনিও উত্তর ইতালির ক্লাবটির দায়িত্ব ছাড়তে পারেন, তা তো অনুমেয়ই। তাছাড়া বর্তমানে চাকরি ছাড়া রয়েছেন জোসে মরিনহো ও অ্যান্তোনিও কন্তে। ইর্য়ুগেন ক্লপও লিভারপুল ছাড়ার ঘোষণা দিলেন কদিন আগে।
Tag: English News games
No comments: