ওয়ানার্রের ব্যাগি গ্রিন খুঁজতে তদন্তের দাবি পাকিস্তান অধিনায়কের
ডেভিড ওয়ার্নার । ছবি : ক্রিকেট অস্ট্রেলিয়ার এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া
অভিষেক টেস্ট ক্যাপটা সব ক্রিকেটারদের কাছেই ভীষণ আবেগের। রঙ চটে যায়, ছিঁড়ে যায় তবু সেটিই পরেই খেলে থাকেন তারা। আর বিদায়ী টেস্টের আগে কি না সেই ব্যাগি গ্রিন হারিয়ে ফেললেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। অজি তারকার ব্যাগি গ্রিন পেতে সেরা গোয়েন্দা নিয়োগের তাগিদ দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ।
আজ মঙ্গলবার (২ জানুয়ারি) ম্যাচ পূববর্তী সংবাদ সম্মেলনে ওয়ার্নারের ব্যাগি গ্রিন প্রসঙ্গে মাসুদ বলেন, ‘অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে সারা দেশে খোঁজা উচিত। এটা খুঁজে পেতে সেরা গোয়েন্দার প্রয়োজন হতে পারে। ওয়ার্নার খেলাটার বড় এক দূত। অবিশ্বাস্য ক্যারিয়ারের জন্য সব সম্মান ও উদযাপন তার প্রাপ্য। আশা করছি, তারা এটা খুঁজে পাবে। যে কোনো ক্রিকেটারের জন্য এটা মূল্যবান এবং আশা করছি ডেভিড ওয়ার্নার ব্যাগি গ্রিন ফিরে পাবেন।’
এর আগে, ইনস্টাগ্রামে ওয়ার্নার বলেন, ‘এটা আমার শেষ অবলম্বন। কিন্তু আমার যে ব্যাগপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে যা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু যা আমি ফিরে পেতে চাই।’
ওয়ার্নার আরও যোগ করেন, ‘যদি এই ব্যাগ প্যাকটিই আপনি চেয়ে থাকেন, আমার কাছে অতিরিক্ত একটা আছে। আপনি কোনো সমস্যায় পড়বেন না, শুধু আমার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি ব্যাগি গ্রিন ফেরত দেন, আমি আপনাকে আমার এই ব্যাগপ্যাক খুশিমনে দিয়ে দেব।’
২০১১ সালে ব্রিসবেনে অভিষেকের পর থেকে এই ক্যাপটি পরে ওয়ার্নার খেলেছেন ১১১ টেস্ট। সময়ের পরিক্রমায় ক্যাপটা মলিন হয়ে গেলেও ক্যারিয়ার চলমান থাকা অবস্থায় তারা সেটা গর্বের সঙ্গে পরেই মাঠে নেমেছেন ওয়ার্নার।
Tag: English News games lid news world
No comments: